বর্বর পাকবাহিনীর সাথে দালালী এবং একজন তরুণীর শ্লীলতাহানির অভিযােগে অভিযুক্ত করে কক্সবাজারের আবু বকর সিদ্দিক ও আবদুল হালিমকে ২নং বিশেষ আদালতের রায়ে শাস্তি প্রদান করা হয়েছে। দোষী ব্যক্তি ২জনকে প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেকে আরাে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বিজ্ঞ জজ দালালী আইনের ১১(৬) বিধি অনুযায়ী দোষী ব্যক্তিদেরকে আরাে দুই বছর করে জেল ও ২ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। বিচারের রায়ে বলা হয় যে, দুই ব্যক্তি স্বাধীনতা সংগ্রাম চলাকালে নিজেদের আনসার বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে দখলদার বাহিনীকে সাহায্য করে। ১৯৭১ সনের ৭ই মে অভিযুক্ত ব্যক্তিরা কক্সবাজারে জনৈক দোকানদারের বাড়ীতে প্রবেশ করে এবং তার মেয়ের শ্লীলতাহানি করে।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম