You dont have javascript enabled! Please enable it! 1972.07.09 | দৈনিক সংবাদ বগুড়ার দালাল আইনে অভিযুক্ত ও তিনভাই একজনের মৃত্যুদণ্ড ও অপর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড - সংগ্রামের নোটবুক

৯-৭-৭২ দৈনিক সংবাদ বগুড়ার দালাল আইনে অভিযুক্ত ও তিনভাই একজনের মৃত্যুদণ্ড ও অপর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার ১নং বিশেষ ট্রাইব্যুনালে এক জেলা সেশন জজ জনাব নুরুল ইসলাম দালাল আদেশের ১১(এ) নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ দণ্ডবিধির ৩০১ ধারা মােতাবেক আসামী মাজিদুর রহমান ওরফে চান্দু মিয়াকে মৃত্যুদণ্ড ও অন্য দুই বৈমাত্রেয় ভাই মােখলেস ও মশিউর রহমানকে একই অভিযােগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মামালার বিবরণে বলা হইয়াছে উক্ত আসামী ১৯৭১ সালের ২৪শে মার্চের পর পাকহানাদার বাহিনীর সহযােগিতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে। তারা রাজাকার ছিল। রাজাকার থাকাকালিন ১৯৭১ সালের ১৭ই অক্টোবর আসামী মােখলেছুর রহমানের আদেশে ছােট ভাই মশিউর রহমান। শফিউর রহমান ওরফে মিন্টুকে হাত দিয়ে ধরে এবং অপর আসামী মফিজুর রহমান সফিউর রহমানের বুকে রাইফেল রেখে আনুমানিক বেলা ১টার সময় গুলি করে হত্যা করে। তাদের প্রত্যেককে হাতে রাইফেল ছিল। তিনজন আসামী পরস্পর বৈমাত্রের ভাই এবং তারা ধুনট থানার সরুগ্রামের অধিবাসী। শুনানীর সময় আসামীরা নিজেদের নির্দোষ বলে দাবী করে। সরকারি পক্ষের উকিল এনামুল হক ও হাসেম আলী খান। আসামী পক্ষের মামলা পরিচালনা করেন জনাব সাজ্জাদুল হক ও আনসারী ময়েজ।

সূত্র : সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ প্রত্যয় জসীমজাপ্রাপ্ত১৯৭১