৩০-৬-৭২ দৈনিক আজাদ। দালাল আসগর হােসেনের দুবছর সশ্রম কারাদণ্ড
পাকিস্তানী দখলদার বাহিনীর আমলে প্রাদেশিক উপনির্বাচনে অংশগ্রহণ, পাকবাহিনীর সাথে দালালী ও গত বছরের এপ্রিল মাসে দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় বিবৃতি প্রকাশ করায় দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পীকার আসগর হােসেনকে দশ হাজার টাকা জরিমানাসহ দু’বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরাে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের কথা বিচারের রায়ে ঘােষণা করা হয়। ঢাকা শহর বিশেষ আদালত নং-৯ এ এই বিচার অনুষ্ঠিত হয়। বিচারের রায়ে বলা হয় যে, দোষী ব্যক্তির কার্যকলাপে বাংলাদেশে পাকবাহিনীর জবর দখল শাসনে সাহায্য করা হয়েছে এবং যখন বাংলাদেশের জনগণ স্বাধীনতা সংগ্রামে লিপ্ত তখন দেশের পরিস্থিতি স্বাভাবিক বলে দেখানাের চেষ্টা করা হয়েছে।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম