১৭-৬-৭২ দৈনিক পূর্বদেশ দালাল হাজী আকিলের জরিমানাসহ ৬ মাস সশ্রম কারাদণ্ড
বেআইনী ঘােষিত নেজামে ইসলাম পার্টির কোষাধ্যক্ষ ও ঢাকার অন্যতম ব্যবসায়ী। হাজী মােহাম্মদ আকিলকে একটি স্পেশাল ট্রাইব্যুনাল পাকিস্তান দখলদার বাহিনীর দালাল বলে দোষী সাব্যস্ত করেছেন এবং ছয় মাস সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা। জরিমানা করেছেন। ট্রাইব্যুনাল গতকাল শুক্রবার প্রদত্ত এক রায়ে বলেছেন হাজী মােহাম্মদ আকিল গত বছর প্রাদেশিক পরিষদের উপ নির্বাচনে অংশগ্রহণ করে। এদেশে দখলদার বাহিনীর শাসন চালু রাখার কাজে তাদের হাত শক্তিশালী করেছেন। তাই সে তাদের দালাল ছিল। সরকার পক্ষের অভিযােগে বলা হয়, বাংলাদেশের জন সাধারণ যখন জন্মভূমির মুক্তির জন্য এক রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ তখন হাজী আকিল পাক দখলদার বাহিনীর সাহায্যার্থে গত বছর নভেম্বর মাসে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে অংশগ্রহণ করে। তাই সরকার তাকে দালাল আইনে শাস্তির জন্য বিচারের ব্যবস্থা করে। ঢাকার অন্যতম সহকারী সেশন জজ জনাব এম, এ, মাহমুদ সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। বলেছেন, আসামী বাংলাদেশ সরকারের প্রচারণা এবং মুক্তিযােদ্ধাদের বিভিন্ন সময়ের নির্দেশ অগ্রাহ্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছেন, আসামী তার ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেছে। কিন্তু এমন কোন সাক্ষ্য প্রমাণ দেখা যায় না যে, তাকে কেউ জোর করে পরিষদ সদস্য বানিয়েছে। সরকার পক্ষে জনাব এম এ সােবহান মামলা পরিচালনা করেছেন। আসামী পক্ষে হলেন আইনজীবী জনাব আতাউর রহমান খান। তাকে সাহায্য করেছেন জনাব ইকবাল আনসারী খান।
সূত্র : সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ প্রত্যয় জসীমজাপ্রাপ্ত১৯৭১