You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের ঘটনাবলীতে চিলির রাষ্ট্রপতি উদ্বিগ্ন

নয়াদিল্লী, ২ জুলাই (ইউএনআই) বাঙলাদেশের দুর্গত মানুষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চিলির মার্কসবাদী রাষ্ট্রনায়ক ডঃ সালভাদোর আলেন্দে শরণার্থীদের দুর্ভোগে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। জাতিসংঘ সেক্রেটারি জেনারেল উ-থান্টের কাছে এক বার্তায় সমস্ত শরণার্থীদের চাপ ভারতের উপর পড়ায়ও তিনি উদ্বেগ জানান।
রাজধানী সান্টিয়াগাে থেকে চিলির পররাষ্ট্রমন্ত্রকের ঐ বার্তায় বলা হয়, “রাষ্ট্রপতি ডঃ আলেন্দে আশা করছেন, পূর্ব পাকিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিরতা পুনরায় ফিরে আসবে এবং শরণার্থীরা হয়তাে সেদেশের ফিরে যাবেন এবং সামাজিক সম্প্রীতি ফিরে আসবে। তবে পরিস্থিতির আরও অবনতিও ঘটতে পারে, ফলে ঐ অঞ্চলের শান্তি বিঘ্নত হবে। ডঃ আলেন্দে যে কোন দুর্গত মানুষ বিশেষ করে তৃতীয় বিশ্বের জনগণের সঙ্গে চিলির জনগণের সংহতি জানান।

সূত্র: কালান্তর, ৪.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!