ভাসানীর উগ্রপন্থার প্রতিবাদে পুরানাে কর্মীদের দলত্যাগ
নয়াদিল্লী, ১৬ জানুয়ারি, (ইউ-এন আই) -মৌলানা ভাসানীর উণগ্রন্থী নীতির প্রতিবাদে বহুদিনের অভিজ্ঞ নেতা ও কর্মীরা তাঁর সঙ্গ পরিত্যাগ করছেন। পাকিস্তান অবজার্ভার-এ প্রকাশিত সংবাদে একথা জানা গেছে।
এঁদের মধ্যে উল্লেখযােগ্য হলেন, ন্যাশনাল আওয়ামী পার্টির সহ-সভাপতি পুরানাে দিনের বিপ্লবী জনাব মৌলানা মহম্মদ দানিশ, পার্টির যুগ্ম সম্পাদক নুরুল হুদা ও আনওয়ার জাহিদ এরা দলের সদস্য পদ ত্যাগ করেছেন। ঢাকা ইউনিটের সমস্ত কর্মকর্তাও দলত্যাগ করেছে।
ইতিমধ্যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবিতে মৌলানা ভাসানী তার পরিকল্পনা মাফিক গণআন্দোলনের কর্মসূচী নিয়ে এগিয়ে চলেছেন। কর্মসূচীর প্রথম পদক্ষেপ হিসাবে জনাব ভাসানী পশ্চিম পাকিস্তানে প্রস্তুত সমস্ত দ্রব্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ১৭.১.১৯৭১