You dont have javascript enabled! Please enable it!

রাজশাহী থেকে প্রকাশিত নতুন পত্রিকা ‘জয় বাংলা ’

মুজিবনগর, ২১ এপ্রিল-বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা ‘জয় বাংলা’ প্রকাশিত হয়েছে রাজশাহী জেলার নওগাঁ থেকে। সম্পাদক শ্রীরহমতুল্লা। ওই পত্রিকায় বাংলাদেশে যে গণহত্যা চলছে, তা বন্ধ করার জন্য রাষ্ট্রপুঞ্জ ও বিশ্ববাসীর কাছে আবেদন জানানাে হয়েছে। সম্পাদকীয় নিবন্ধে লেখা হয়েছে : আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাক সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ওই সংগ্রাম জাতিগত। বাঙালীদের কাছে এ লড়াই অস্তিত্বরক্ষার লড়াই। আমি বিশ্ব-বিবেকের কাছে আবেদন জানাচ্ছি : এই গণহত্যা বন্ধ হােক। সম্পাদক শ্রীরহমতুল্লা তুরস্ক, ইরান ও অন্যান্য মুসলিম দেশের কাছে এক আবেদনে বলেছেন : ‘পাক সেনাবাহিনী বাংলাদেশের মুসলমানদের পাইকারী হারে হত্যা করছে। আপনারা যদি সত্যি সত্যি ইসলাম আদর্শে বিশ্বাসী হন, তাহলে অবিলম্বে এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে এই গণহত্যা বন্ধ হয়। শ্রীরহমতুল্লা পাকিস্তানে অস্ত্র সরবরাহ না করার জন্যও তুরস্ককে অনুরােধ জানিয়েছেন।-পি টি আই।

Reference:

২২ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!