মাদারীপুরের আরও দুটি যুদ্ধের বর্ণনা
ফজলুল হকের বর্ণনা মতে – ১৯৭১ সাল। নভেম্বরের শেষের দিকে মাদারীপুর মুজিববাহিনী কমান্ডার সরােয়ার হােত ন মােল্লার নেতৃত্বে পাকহানাদারবাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। পাকসেনারা পাঘুলিয়া মুক্তিযােদ্ধা ক্যাম্প আক্রমণ করতে গেলে এই যুদ্ধ হয়। পাকসেনাদের সাথে মুক্তিযােদ্ধাদের সারাদিন অবিরাম যুদ্ধ চলে। জয়-পরাজয় অনিশ্চিত হওয়ায় সন্ধ্যার সময় দু’পক্ষই যুদ্ধ ক্ষান্ত দিয়ে নিজ নিজ ঘাঁটিতে ফিরে যায়। এই যুদ্ধে কোন পক্ষেই উল্লেখযােগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি। কমান্ডার সরােয়ার মােল্লার সথে ফজলুল হক ও বেলাল হােসেনসহ প্রায় চল্লিশজন মুজিব বাহিনীর ছেলে এই যুদ্ধে অংশ দিয়েছিল। বর্ষাকালে মাদারীপুরের আমগ্রাম ব্রীজের নিকট মুজিববাহিনীর কমান্ডার সরােয়ার হােসেন মােল্লার সাথে আরও একটি স্বল্পস্থায়ী যুদ্ধ হয় পাকবাহিনীর বিরুদ্ধে। অবশ্য এই যুদ্ধেও দুই পক্ষেই তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
(সূত্র : মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)
সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত