ভাটিয়াপাড়ার আরও একটি যুদ্ধ
২রা সেপ্টের, ১৯৭১
মুজিববাহিনীর কমান্ডার ইসমত কাদির গামার নেতৃত্বে প্রায় ৩০ জন মুক্তিযােদ্ধা ভাটিয়াপাড়া অয়ারলেস স্টেশনে পাকসেনাদের উপর আক্রমণ করে। সারারাত দু’পক্ষের মধ্যে বিরামহীনভাবে গুলি বিনিময় হয়। কিন্তু পাকসেনাদের তেমন কোন ক্ষতি সাধন করতে না পেরে রণে ভঙ্গ দিয়ে মুক্তিযযাদ্ধারা ফিরে আসে। এই যুদ্ধে জয়নাল নামে একজন মুক্তিযােদ্ধা শহীদ হয়। এলএমজি, দু’ইঞ্চি মর্টার, এসএলআর ও রাইফেল প্রভৃতি হাতিয়ার মুক্তিযােদ্ধারা এই যুদ্ধে ব্যবহার করে।