ভাটিয়া পাড়া যুদ্ধ
ফরিদপুর জেলায় মুক্তিবাহিনীর সাথে খান সেনাদের যে কটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল, ভাটিয়া পাড়া যুদ্ধ তার মধ্যে অন্যতম। সেখানে ওয়ারলেস ষ্টেশন দখলে রাখার জন্য পাকসেনাদের একটি শক্তিশালী দল মােতায়েন ছিল। ভাটিয়া পাড়ায় স্থানীয় জনসাধারণের উপর অত্যাচার করত। ফলে জনসাধারণ তাদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে ক্যাপ্টেন বাবুলকে তার দল নিয়ে ভাটিয়া পাড়ায় খান সেনাদের আক্রমণ করার জন্য অনুরােধ জানায়। ১৯৭১ সালের ৫ই অক্টোবর বেলা চার ঘটিকার সময় ৪০ জন মুক্তিযােদ্ধা এবং উন্নত মানের অস্ত্র, মর্টার এলএমজি ও অন্যান্য হাতিয়ার নিয়ে ভাটিয়া পাড়ায় ওয়ারলেস স্টেশনে অবস্থানরত খান সেনাদের আক্রমণ করেন। প্রায় ১ঘন্টা যাবৎ দু’পক্ষের মধ্যে প্রচন্ড রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। পাকসেনাদের প্রতিরক্ষা ব্যুহ খুবই মজবুত ছিল। এই মুক্তিযুদ্ধে ৭ জন পাকসেনা নিহত ও চারজন মুক্তিসেনাদের হাতে ধরা পড়ে। পক্ষান্তরে মুক্তিসেনাদের কোন ক্ষতি হয়নি।
ধৃত চারজন পাকসেনা ও অস্ত্রপাতি উক্ত এলাকার দায়িত্বে নিয়ােজিত কাশিয়ানী থানা মুজিববাহিনী কমান্ডার উসমত কাদির গামার উপর দিয়ে ক্যাপ্টেন বাবুল মাদারীপুর চলে যান। উল্লেখ থাকে যে, কাশিয়ানী এলাকায় মুক্তিযুদ্ধ গামা ও তার ভাই থানা কমান্ডার জগলুল কাদির জুলুর নেতৃত্বে হয়েছিল। ( সূত্র ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)
সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত