ভাটিয়াপাড়া ওয়ারলেস ষ্টেশনে পাকসেনাদের
উপর আক্রমণের জন্য প্রথম পরামর্শ সভা কুসুমদিয়ার হায়দার আলী ফকির ভাটিয়াপাড়া ওয়ারলেস স্টেশনে পাকসেনাদের উপর আক্রমণের জন্য সেপ্টেম্বরের ১ম দিকে সাজাইল স্কুলে বিভিন্ন এলাকার মুক্তিফৌজ কমান্ডারদের ডাকেন। মিটিংয়ের সিদ্ধান্ত মতাে সব মুক্তিযােদ্ধাদের একত্রিত করে উড়াকান্দি স্কুলে ক্যাম্প করে শক্তিবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু মুক্তিযােদ্ধাদের নিকট যে হাতিয়ার ছিল তা ভাটিয়াপাড়া অবস্থানরত পাকসেনাদের উপর আক্রমণের জন্য যথেষ্ট নয় বলে আপাতত ঐ সময় আক্রমণে বিরত থাকা হয়। (সূত্র : মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)
সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত