রকেট স্টীমার আক্রমণ
বর্ষাকালে খুলনা থেকে ঢাকাগামী রকেট স্টীমার মুক্তিফৌজ কর্তৃক আক্রমণ একটি উল্লেখযােগ্য ঘটনা। মুক্তিযযাদ্ধারা স্টীমার আক্রমণ করলে সারেং স্টীমার থামায়। অতঃপর মুক্তিযােদ্ধাদের নির্দেশ মতাে পাড়ে ভিড়িয়ে স্টীমার হতে সকল যাত্রীদের ডাঙ্গায় নামান হয়। প্রায় চার শত যাত্রী ছিল। এদের কয়েকজন পাকদালাল বাদে অবশিষ্ট যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। দালাল কয়কজনকে মুক্তিফৌজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এইসব যাত্রীদের মধ্যে নসু খান, মাহবুব হায়দার, মনিরুল ইসলামও ছিল। মুক্তিযােদ্ধা যারা এই আক্রমণে অংশ নিয়েছিল তারা হল চন্দ্র, দিঘুলিয়ার হেকমত, বড়কার হুমায়ুন কবির, বালু ও শ্রমিক নেতা আবুল কাসেম প্রভৃতি। ( সূত্র ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)
সূত্র : মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত