You dont have javascript enabled! Please enable it!
ইজরায়েল বাংলাদেশকে সাহায্য করতে চায়
কলকাতা ২ জুন ১৯৭১
ইজরায়েল সরকার পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে সব রকমের সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা গেছে। অবশ্য এটি ঘটেছে বেসরকারি স্তরে। কেননা বাংলাদেশ সরকারকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। বেসরকারি সূত্রে জানা গেছে ইজরায়েল সরকার এই মর্মে অভিমত প্রকাশ করেছে যে, ভারতবর্ষ একবার বাংলাদেশকে স্বীকৃতি দিল ইসরাইল স্বীকৃতি দেবে। তবে ইসরাইল সরকার আর্থিক সাহায্য দিতে সক্ষম না হলেও সামরিক সাহায্য, সামরিক শিক্ষা দেবে এবং বিমান ক্ষেত্রের ব্যবস্থা করতে পারলে ইসরায়েলি বিমান সাহায্য দিতেও প্রস্তুত। বুধবার এই মনোভাবের কথা জানিয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন ইসরায়েলি বিমান মাত্র দু’দিনের মধ্যে পাকিস্তানী বিমান ধ্বংস করতে সক্ষম। উক্ত ব্যক্তির সঙ্গে অবশ্য ইজরায়েল সরকারের সম্পর্ক নেই এবং তিনি ইসরাইলি নাগরিক নন। তবে তিনি সরকারের বিশ্বাসভাজন। তিনি বলেন ইজরায়েল বাংলাদেশ সরকারকে সাহায্য করার জন্য সর্বপ্রকারে প্রস্তুত রয়েছে। শুধু প্রয়োজন ভারত সরকারের স্বীকৃতি এবং একটি বিমান ক্ষেত্র।
Reference:
যুগান্তর, ৩ জুন ১৯৭১, পৃষ্ঠা ৫, কলাম ৬
সংগ্রামের নোটবুক
May be an image of text that says "মুক্তিযুদ্ধে ইজরায়েল বাংলাদেশকে সাহায্য করতে সর্বপ্রকারে প্রস্তত সর্রায়েল বাঙলা দেশকে সাহায্য ইসরায়েলি বিমান মাত্র দু'দিনের মধ্যে পাকিস্তানী বিমান ধ্বংস করতে সক্ষম প্র্তি্নাধ) ফলকাতা, পাশ্চিম ভারত স্বীকৃতি দিলে তারাও স্বীকৃতি দিতে প্রস্তত বধবার Reference: যুগান্তর, জুন ১৯৭১, পৃষ্ঠা ৫, কলাম ৬ সংগ্রামের নোটবুক www.songramernotebook.com সরকা্েের"
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!