ইয়াহিয়া চক্রের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের দাবি
রাষ্ট্রসংঘের কাছে ওয়ার্কিং জার্ণালিস্টের আবেদন
আমেদাবাদ, ২৫ এপ্রিল (ইউ এন আই)-ফেডারেশন অফ ওয়ার্কিং জার্ণালিস্ট বাঙলাদেশে ব্যাপক গণহত্যার জন্য যুদ্ধ অপরাধী হিসেবে ইয়াহিয়া চক্রের উদ্দেশ্য আজ রাষ্ট্রসংঘের ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে।
ফেডারেশনের পঞ্চদশ বাৎসরিক অধিবেশনে গৃহীত একটি প্রস্তাবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর্যালােচনা করার জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব শ্রীউথান্টকে নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার অনুরােধ জানান হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাঙলাদেশে যা ঘটছে তা শুধুমাত্র এশিয়ার শান্তিকেই বিঘ্নিত করছে না, ঐ ঘটনা মানবতার বিরুদ্ধেও একটি অপরাধ।
বাংলাদেশে নিরস্ত্র জনগণকে ধারাবাহিকভাবে হত্যা ও অত্যাচারের প্রস্তাবে ওয়ার্কিং জার্ণালিস্টদের গভীর বেদনা প্রকাশ করে ফেডারেশনের সভাপতিকে এ বিষয় শ্রীউথান্টকে জানানাের কথা বলা হয়েছে।
অপর একটি প্রস্তাবে ফেডারেশন ভারত সীমান্ত থেকে দুজন সাংবাদিককে অপহরণে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে।
বাংলাদেশ সাহায্য তহবিলে সমস্ত সাংবাদিকদের একদিনের বেতন দানের জন্য ফেডারেশন আবেদন জানিয়েছে।
সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১