পাকিস্তান সামরিক সরকারের মুখপাত্র হয়ে যে বাঙালী ব্যক্তিবর্গ বহির্বিশ্বে বাংলাদেশবিরোধী কার্যক্রমে অংশ গ্রহণ করেন তাদের তালিকা
নাম | পরিচয় | মুক্তিযুদ্ধকালীন কার্যক্রম | সর্বশেষ অবস্থান |
হামিদুল হক চৌধুরী প১ | মালিক, পাকিস্তান অবজারভার | দলনেতা, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | মালিক, বাংলাদেশ অবজারভার (মরহুম) |
মাহমুদ আলী প১ | ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টি | সহকারী দলনেতা, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল এবং বিশেষ দূত হিসেবে ইউরোপ ও আমেরিকা সফর করেন | — |
শাহ্ আজিজুর রহমান প১ | রাজনীতি, মুসলিম লীগ | সদস্য, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | প্রধান মন্ত্রী, বি.এন.পি. সরকার ১৯৭৮ (মরহুম) |
জুলমত আলী খান প১ | রাজনীতি, মুসলিম লীগ | সদস্য, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | মন্ত্রী, বি.এন.পি. সরকার ও সহ-সভাপতি বি.এন.পি. |
মিসেস রাজিয়া ফয়েজ প১ | রাজনীতি, পাকিস্তান মুসলিম লীগ | সদস্যা, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | মন্ত্রী, জাতীয় পার্টি সরকার |
ড. ফাতিমা সাদিক প১ | অধ্যাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় | সদস্যা, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | অধ্যাপিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় |
এডভোকেট এ.টি. সাদী প১ | আইনজীবী, ঢাকা হাইকোর্ট | সদস্য, পাকিস্তান সরকারের প্রতিনিধি দল | আইনজীবী, লাহোর হাইকোর্ট |
মৌলভী ফরিদ আহমেদ প১ | সহ-সভাপতি, পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টি | বিশেষ দূত, সৌদি আরব ও মিশর | মরহুম |
তবারক হোসেন প১ | পরিচালক, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় | সদস্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন সরকারী দলের চীন সফর | পররাষ্ট্র সচিব, বাংলাদেশ সরকার |
বিচারপতি নূরুল ইসলাম প১ | চেয়ারম্যান, পূর্ব পাকিস্তান রেডক্রস | বিশেষ দূত, জেনেভায় বাংলাদেশবিরোধী প্রতিনিধি দলের সদস্য | ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সরকার ’৮৬ |
ড. সাজ্জাদ হোসাইন প১ | উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় | বিশেষ দূত, মধ্যপ্রাচ্য ও ইসলামী দেশ | প্রবাসী |
মুজিবর রহমান প১ | নেতা, মুসলিম লীগ (কাইয়ুম) | সদস্য, ৮ই ডিসেম্বর ’৭১ নিউ ইয়র্ক প্রতিনিধি দল | — |
প১-দিনপঞ্জি ’৭১ মুক্তিযুদ্ধের দলিল পত্র-৭ম খন্ড
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন