You dont have javascript enabled! Please enable it!

স্বাধীন বাংলা ফুটবল দলের কার্যক্রম

খেলার তারিখ খেলার স্থান/মাঠ প্রদেশ/এলাকা বিপক্ষ দল/সংগঠন খেলার ফলাফল
২৪.৭.৭১ কৃষ্ণনগর নদীয়া স্টোডিয়াম নদীয়া জেলা একাদশ অমীমাংসিত ২-২ গােল
৮.৮.৭১ মােহনবাগান মাঠ কলকাতা পশ্চিম বাংলা গােষ্টপাল একাদশ (মােহন বাগান দল) পরাজয় ২-৪ গােল
১৪.৮.৭১ দক্ষিণ কলিকাতা মাঠ পশ্চিম বাংলা দক্ষিণ কলিকাতা দল অমীমাংসিত
২০.৮.৭১ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মাঠ পশ্চিম বাংলা নরেন্দ্রপুর একাদশ অমীমাংসিত

এছাড়া এই দলটি বর্ধমান একাদশ, মহারাষ্ট্র একাদশ, মালদহ ক্রীড়াচক্র, পশ্চিম দিনাজপুর ক্রীড়াচক্র প্রভৃতি দলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলে বলে জানা যায়, তবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় নি।

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন