স্বাধীন বাংলা ফুটবল দলের কার্যক্রম
খেলার তারিখ | খেলার স্থান/মাঠ | প্রদেশ/এলাকা | বিপক্ষ দল/সংগঠন | খেলার ফলাফল |
২৪.৭.৭১ | কৃষ্ণনগর | নদীয়া স্টোডিয়াম | নদীয়া জেলা একাদশ | অমীমাংসিত ২-২ গােল |
৮.৮.৭১ | মােহনবাগান মাঠ কলকাতা | পশ্চিম বাংলা | গােষ্টপাল একাদশ (মােহন বাগান দল) | পরাজয় ২-৪ গােল |
১৪.৮.৭১ | দক্ষিণ কলিকাতা মাঠ | পশ্চিম বাংলা | দক্ষিণ কলিকাতা দল | অমীমাংসিত |
২০.৮.৭১ | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মাঠ | পশ্চিম বাংলা | নরেন্দ্রপুর একাদশ | অমীমাংসিত |
এছাড়া এই দলটি বর্ধমান একাদশ, মহারাষ্ট্র একাদশ, মালদহ ক্রীড়াচক্র, পশ্চিম দিনাজপুর ক্রীড়াচক্র প্রভৃতি দলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলে বলে জানা যায়, তবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় নি।
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন