You dont have javascript enabled! Please enable it! পাকিস্তান সামরিক জান্তার পক্ষত্যাগ ও সেনাবিদ্রোহে অংশগ্রহণকারী অফিসার ও সৈন্যদের তালিকা: ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সৈয়দপুর সেনানিবাস - সংগ্রামের নোটবুক

পাকিস্তান সামরিক জান্তার পক্ষত্যাগ সেনাবিদ্রোহে অংশগ্রহণকারী অফিসার ও সৈন্যদের তালিকা: ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সৈয়দপুর সেনানিবাস

নাম পেশাভিত্তিক ক্রমিক নং পদবী নিয়ােগ অবস্থান জাতি পরিচয়
ফজল করিম লে. কর্নেল অধিনায়ক অবাঙালী
আব্দুল ওয়াহিদ আক্তার মেজর সহ-অধিনায়ক অবাঙালী
সিরাজুল ইসলাম ** লে. এ্যাডজুটেন্ট মাস্টার বাঙালী
আনােয়ার হােসেন *** ৭২৮ লে. কোয়ার্টার মাস্টার বাঙালী
শাফাত হােসেন মেজর কোম্পানী অধিনায়ক অবাঙালী
নিজাম উদ্দিন * মেজর কোম্পানী অধিনায়ক বাঙালী
আব্দুর রশীদ ক্যাপ্টেন কোম্পানী অধিনায়ক অবাঙালী
মজিদ মালিক ক্যাপ্টেন কোম্পানী অধিনায়ক অবাঙালী
আশরাফ হােসেন*** ৭১৮ ক্যাপ্টেন কোম্পানী অধিনায়ক বাঙালী
মােখলেসুর রহমান*** ৭৩৮ লে. কোম্পানী অফিসার বাঙালী
রফিক আহমেদ সরকার ** লে. কোম্পানী অফিসার বাঙালী
সরফরাজ হােসেন লে. কোম্পানী অফিসার অবাঙালী

 

* প্রতিরােধযুদ্ধে মুক্তিবাহিনীর হাতে নিহত।

** বন্দী অবস্থায় নিহত হন।

*** মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী।

 

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন