পাকিস্তান সামরিক জান্তার পক্ষত্যাগ ও সেনাবিদ্রোহে অংশগ্রহণকারী অফিসার ও সৈন্যদের তালিকা: ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, চট্টগ্রাম সেনানিবাস
নাম | পেশাভিত্তিক ক্রমিক নং | পদবী | নিয়ােগ অবস্থান | জাতি পরিচয় |
এ. ওয়াই মুসতাক আহমেদ | – | মেজর | অধিনায়ক | বাঙালী |
মােহম্মদ আইনউদ্দিন | ৬১৯ | ক্যাপ্টেন | এ্যাডজুটেন্ট | বাঙালী |
মেজর এ. ওয়াই মুশতাক আহমেদ ইউনিটে যােগদানের পূর্বে মার্চ মাসেই ঢাকায় শাহাদাৎ বরণ করেন এবং ক্যাপ্টেন মােহাম্মদ আইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়াতে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যােগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ.এস.এম. সামছুল আরেফিন