You dont have javascript enabled! Please enable it! 1971.06.17 | বাঙলাদেশে কেরােসিন তেল ও লবণ পাচার হচ্ছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে কেরােসিন তেল ও লবণ পাচার হচ্ছে
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৫ জুন রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল থেকে পূর্ব বাঙলা তথা বাঙলাদেশে প্রচুর পরিমাণে কেরােসিন তেল ও লবণ পাচার হচ্ছে। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে আজ এই সংবাদ জানা যায়। প্রকাশ, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঐ সূত্র থেকে বলা হয়, সীমান্তবর্তী অঞ্চলসমূহে ব্যাপক শরণার্থী আগমনের ফলে চাহিদার তুলনায় যােগানের অপ্রতুলতায় নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য ক্রমশই বেড়ে চলেছে। তবে চালের দাম বাড়ে নি। ঐ সূত্র থেকে জানা যায়, বাঙলাদেশ থেকে ইতিমেধ্য যে ধানচাল এসেছে তার মধ্যে ফুড কর্পোরেশন অব ইণ্ডিয়া একমাত্র পশ্চিম দিনাজপুর থেকে ৬০০০ টন ধান বাজারমূল্যে কিনতে পেরেছে। অন্যত্র চড়া দাম বলে কিনতে পারে নি। তবে এ রাজ্য থেকে কোন ধান বা চাল বাঙলাদেশে পাচার হয় নি।

সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১