“বাঙলাদেশের গণসগ্রামের সমর্থনে সােভিয়েত সংস্কৃতি সমিতি
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৪ এপ্রিল বাঙলাদেশের জনগণের স্বাধিকার ও গণতন্ত্রের জন্য গণমুক্তি সংগ্রামের সমর্থনে ও পাকসামরিক চক্রের গণহত্যার প্রতি তীব্র ধিক্কার জানিয়ে আজ ভারত সােভিয়েত সংস্কৃতি সমিতির রাজ্য পরিষদ এক বিবৃতি দিয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক শ্রীধরনী গােস্বামী ও শ্রীমতী ইলা মিত্র এক বিবৃতিতে বলেন : বাঙলাদেশের গণতন্ত্র ও স্বাধিকার প্রতিষ্ঠার ন্যায় সঙ্গত সংগ্রামকে সংহার করার জন্য পাকিস্তানের সামরিক শাসকবর্গ য়ে। নিষ্ঠুর বর্বরতা ও গণহত্যা চালাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের ভারত সােভিয়েত সংস্কৃতি সমিতি গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন বােধ করছে। বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষের কাছে এই সমিতি আবেদন করছে যে, বাঙলাদেশে পাক সামরিক বাহিনীর এই নরহত্যা অবিলম্বে বন্ধ করতে এবং শান্তি প্রতিষ্ঠিত করতে তারা উদ্যোগ গ্রহণ করুন। আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সংসদ বি-বাঙলার জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন জ্ঞাপন করে যে প্রস্তাব সবসম্মতিক্রমে গৃহীত হয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দৃঢ়বিশ্বাস “বাঙলাদেশে গণতন্ত্র ও স্বাধীকার প্রতিষ্ঠার এই সংগ্রাম জয়যুক্ত হবেই।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১