শহীদ প্রকৌশলীদের তালিকা
নাম | পদবী | পেশা কোর/সার্ভিস | ২৫শে মার্চ ’৭১ কর্মস্থান | মৃত্যুর তারিখ | কোথায়, কাদের দ্বারা এবং কিভাবে হত্যা করা হয় | ঠিকানা |
আলতাফ হোসেন | তত্ত্বাবধায়ক প্রকৌশলী | পানি উন্নয়ন বোর্ড, সিলেট | ৫.৪.৭১ | বাসা থেকে পাক আর্মি তুলে নিয়ে গিয়ে হত্যা করে। | ২৭০, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, ঢাকা | |
এম. সামছুজ্জামান | প্রধান প্রকৌশলী | যান্ত্রিক বিভাগ | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ | ২১.৫.৭১ | অফিসে কর্মরত অবস্থায় পাকিস্তান নেভির লোক তুলে নিয়ে যায়, আর খোঁজ পাওয়া যায় নি। | ৯, ভূতের গলি, ঢাকা |
এ.কে.এম. সামসুদ্দিন | তত্ত্বাবধায়ক প্রকৌশলী | প্রকৌশলী | বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাপ্তাই | ১৫.৪.৭১ | কর্মরত অব্স্থায় অফিস থেকে ডেকে নিয়ে কাপ্তাই বাঁধের ধারে হত্যা করা হয়। | ৬৪/১, হোসেনি দালান, ঢাকা |
এ.কে.এম. নূরুল হক | বিভাগীয় প্রকৌশলী | বেতার প্রকৌশলী | টেলিফোন বিভাগ, ঢাকা | ২৯.৩.৭১ | বাসভাবন থেকে গ্রেফতার করে হত্যা করা হয়, লাশ পাওয়া যায়নি। | সি-২, মহাখালী ওয়ারলেস কলোনী, ঢাকা |
পরবর্তী অংশ
নাম | পদবী | পেশা কোর/সার্ভিস | ২৫শে মার্চ ’৭১ কর্মস্থান | মৃত্যুর তারিখ | কোথায়, কাদের দ্বারা এবং কিভাবে হত্যা করা হয় | ঠিকানা |
এম.এইচ. র্চৌধুরী | বিদ্যুৎ প্রকৌশলী | প্রকৌশলী | — | — | — | — |
নজরুল ইসলাম | নির্বাহী প্রকৌশলী | প্রকৌশলী | বিদ্যুৎ উন্নয়ন বোর্ড | ৭.৭১ | ২ নং সেক্টরে যুদ্ধে অংশ গ্রহণ করেন। শালদানদীতে শহীদ হন এবং সেখানেই সমাহিত করা হয়। | রুপালী-৪, ইস্কাটন গার্ডেন, ঢাকা |
গোলাম সরওয়ার | — | প্রকৌশলী | প্রকৌশলী সংসদ লিঃ | ৪.৭১ | ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে নগরবাড়ী ঘাট হতে নিখোঁজ হন। লাশ পাওয়া যায় নি। | বনগ্রাম বেড়া, পাবনা |
নওশাদ আলী তরফদার | সহকারী প্রকৌশলী | সিভিল বিভাগ | বিমানবন্দর উন্নয়ন সংস্থা | — | — | — |
সামছুজ্জামান | এস.ডি.ও. | বেতার প্রকৌশলী | টেলিফোন বিভাগ, চট্টগ্রাম | ১৩.৪.৭১ | চট্টগ্রাম সেনানিবাসে মিটিংয়ের নামে ডেকে নিয়ে হত্যা করা হয়। | ই-১/৫, টেলিফোন কলোনী, মগবাজার, ঢাকা |
সাইফুল ইসলাম | নির্বাহী প্রকৌশলী | প্রকৌশলী | পানি উন্নয়ন বোর্ড | — | — | — |
এম. নূর হোসেন | নির্বাহী প্রকৌশলী | যান্ত্রিক বিভাগ | চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ | ২২.৫.৭১ | অফিসে যাবার পথে গাড়ীসহ নিখোঁজ। লাশ পাওয়া যায় নি। | ১৬, হোসেন মঞ্জিল, রিয়াজ উদ্দিন বাজার রোড, চট্টগ্রাম |
মুন্সী আবু সালেহ মোঃ এরশাদ উল্লা | উপ-বিভাগীয় প্রকৌশলী | সিভিল বিভাগ | গৃহসংস্থান অধিদপ্তর, ঢাকা | ২৮.৪.৭১ | রাজশাহী যাওয়ার পথে মীরপুরে বাস থেকে নামিয়ে হত্যা করা হয়। | রাস্তা-৫, বাসা নং-২৪, ধানমন্ডি আ/এ, ঢাকা |
ফারুখ আহমেদ | উপ-বিভাগীয় প্রকৌশলী | সিভিল বিভাগ | সড়ক ও জনপথ | ১৬.৫.৭১ | বাসা থেকে ধরে নিয়ে পাক সেনাবাহিনী রাস্তায় হত্যা করে। | ফারুখ মঞ্জিল নিউ সেনপাড়া, রংপুর |
বাদশা আলম শিকদার | উপ-বিভাগীয় প্রকৌশলী | ইমারত বিভাগ | গণপূর্ত অধিদপ্তর, গাইবান্ধা | ২৫.৪.৭১ | বাসা থেকে তুলে নিয়ে রংপুর পুলের কাছে হত্যা করা হয়। | ৪৭৩/সি, খিলগাঁও চৌধুরীপাড়া, ঢাকা |
মোজাম্মেল আলী | নির্বাহী প্রকৌশলী | নকশা বিভাগ | গণপূর্ত অধিদপ্তর, ঢাকা | ২.৪.৭১ | ঢাকার জিঞ্জিরা থেকে পলাতক অবস্থায় পাকবাহিনীর কাছে ধরা পড়েন। রাস্তায় করে হত্যা করা হয়। | বাসা-১৩, রাস্তা-১, কল্যাণপুর, ঢাকা |
শামসুদ্দিন আহমেদ | প্রধান কর্মকর্তা | প্রকৌশলী | কাপ্তাই জল বিদ্যুৎ | — | — | — |
শরফুদ্দিন আহমেদ | সহকারী প্রকৌশলী | পি.এ.ডি.সি. রাজশাহী | রাজশাহী অঞ্চল | — | কর্মরত অবস্থায় রাজশাহী শহর অঞ্চলে গুলি করে হত্যা করা হয়। | ৫৭, ডি.ও.এইচ.এস. (পুরাতন), ঢাকা-১২১৫ |
শফিকুল আনোয়ার | ঊর্ধ্বতন প্রকৌশলী | এ্যারোনটিক্স বিভাগ | পি.আই.এ. ঢাকা | ২৮.১০.৭১ | মুক্তিযোদ্ধা হিসেবে কর্মরত অবস্থায় লেমুয়া বাজারে হত্যা করা হয়। | ১৩/২৪, বাবর রোড, মোহাম্মদপুর |
পরবর্তী অংশ
নাম | পদবী | পেশা কোর/সার্ভিস | ২৫শে মার্চ ’৭১ কর্মস্থান | মৃত্যুর তারিখ | কোথায়, কাদের দ্বারা এবং কিভাবে হত্যা করা হয় | ঠিকানা |
মোজাম্মেল হক চৌধুরী | প্রধান প্রকৌশলী | তড়িৎ প্রকৌশলী | পূর্ব পাকিস্তান রেলওয়ে চট্টগ্রাম | ৫.৪.৭১ | পাক সেনাবাহিনীর সহযোগীরা বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। | ৭১, সিদ্ধেশ্বরী, ঢাকা |
মোজাম্মেল হক | প্রকৌশলী | সিভিল বিভাগ | ন্যাশনাল জুট মিল, ঘোড়াশাল | ১.১২.৭১ | ঘোড়াশাল জুট মিলে কর্তব্যরত অবস্থায় হত্যা করা হয়। | ঈদগাহ বস্তিপাড়া, দিনাজপুর |
সেকেন্দার হায়াত চৌধুরী | সহকারী প্রকৌশলী | যান্ত্রিক প্রকৌশলী | পূর্ব পাকিস্তান রেলওয়ে, সৈয়দপুর | ২৫.৩.৭১ | সৈয়দপুর কারখানায় অবাঙালী কর্তৃক নিহত। | ৭, পূর্ব রামপুরা, ঢাকা |
আফসার হোসেন | প্রকৌশলী | বিমান প্রকৌশলী | পি.আই.এ. ঢাকা | ৪.৫.৭১ | লাশ পাওয়া যায় নি। | ১৩/২৪, বাবর রোড, মোহাম্মদপুর |
আহমেদুর রহমান | প্রধান প্রকৌশলী | যান্ত্রিক বিভাগ, চট্টগ্রাম | সমরাস্ত্র কারখানা | ২২.৪.৭১ | অফিস হতে তুলে নিয়ে যায়। তারপর কোন খোঁজ পাওয়া যায় নি। | ১৮, মওলানা মোহাম্মদ আলী দামপাড়া, চট্টগ্রাম |
ফজলুর রহমান | সহকারী প্রকৌশলী | সিভিল বিভাগ, সৈয়দপুর | গৃহনির্মাণ বিভাগ | ১.৪.৭১ | অবাঙালী গাড়ী চালকের সহায়তায় পাক বাহিনী কর্মস্থলে হত্যা করে। | ৩০৩/এ, গুলবাগ মালিবাগ, ঢাকা |
মোকাররম হোসেন মুকুল | সহকারী প্রকৌশলী | সিভিল বিভাগ | জেলা কাউন্সিল পাবনা | ১০.১২.৭১ | মুক্তিযোদ্ধা হিসেবে পাক বাহিনীর হাতে ধরা পড়ে নিহত। | সাধুপাড়া, পাবনা |
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন