You dont have javascript enabled! Please enable it!

শহীদ চিকিৎসকদের তালিকা  

 

নাম পদবী পেশা কোর/সার্ভিস ২৫শে মার্চ ’৭১ কর্মস্থান মৃত্যুর তারিখ কোথায়, কাদের দ্বারা এবং কিভাবে হত্যা করা হয় ঠিকানা
সুলেমান খান আবাসিক চিকিৎসক বেসরকারী চাকুরী টঙ্গী ‍জুট মিল ঢাকা ২৫.৪.৭১ মুসলিম লীগের গুন্ডাবাহিনী কর্তৃক চাঁদপুরে নিহত। সেকদী, বাগড়া বাজার, চাঁদপুর
জিকরুল হক সংসদ সদস্য রাজনীতিবিদ আওয়ামী লীগ সৈয়দপুর ১২.৪.৭১ ২৫ মার্চ রাত্রে পাকবাহিনীর হাতে বন্দী হন, ১২ এপ্রিল রংপুর সেনানিবাসে হত্যা করা হয়। নতুন বাবু পাড়া, সৈয়দপুর, নীলফামারী
রাখাল চন্দ্র দাস মেডিকেল অফিসার বেসরকারী চাকুরী মির্জাপুর চা বাগান, শ্রীমঙ্গল ১২.৫.৭১ পাকবাহিনীর হাতে নিহত। গ্রাম-ধানীখোলা থানা-ত্রিশাল, ময়মনসিংহ
মোহাম্মদ মুর্তজা মেডিকেল অফিসার সরকারী চাকুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪.১২.৭১ মীরপুর বধ্যভূমিতে আলবদর কর্তৃক নিহত। ১৪/এ, ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা
কসির উদ্দিন তালুকদার পেশাদারী চিকিৎসক থানা রোড, বগুড়া ২৯.৫.৭১ বগুড়া সেনানিবাসে হত্যা করা হয়। গ্রাম-মহিনামুন্ডা দুপচাঁচিয়া, বগুড়া
মোহাম্মদ শফি পেশাদারী চিকিৎসক ডেন্টাল সার্জন এনায়েত বাজার চট্টগ্রাম ৭.৪.৭১ স্বাধীন বাংলা বেতারের অন্যতম উদ্যোগী হওয়ায় হত্যা করা হয়। মুশতারী লজ, এনায়েত বাজার, চট্টগ্রাম
আব্দুল আলীম চৌধুরী সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ সরকারী চাকুরী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা ১৫.১২.৭১ আলবদর কর্তৃক রায়ের বাজার বধ্যভূমিতে নিহত। বাসা নং-৭ এ ৬৬ সড়ক, ধানমন্ডি আ/এ, ঢাকা
শামসুদ্দিন আহমেদ অধ্যাপক সরকারী চাকুরী সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ৯.৪.৭১ কর্মরত অবস্থায় হাসপাতালে হত্যা করা হয়।  
শ্যামল কান্দি লালা চিকিৎসক সরকারী চাকুরী সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ৯.৪.৭১ কর্মরত অবস্থায় হাসপাতালের বাইরে হত্যা করা হয়।
খোরশেদ আলী সরকার চিকিৎসক দিনাজপুর ১৪.৪.৭১ দিনাজপুরে অবাঙালী কর্তৃক নিহত। কালীতলা, দিনাজপুর শহর, দিনাজপুর

পরবর্তী অংশ   

নাম পদবী পেশা কোর/সার্ভিস ২৫শে মার্চ ’৭১ কর্মস্থান মৃত্যুর তারিখ কোথায়, কাদের দ্বারা এবং কিভাবে হত্যা করা হয় ঠিকানা
মোহাম্মদ ফজলে রাব্বি অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, সরকারী চাকুরী ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ১৪.১২.৭১ রায়ের বাজার বধ্যভূমিতে আলবদর কর্তৃক নিহত। গ্রাম-সাতিয়ানী, থানা-হেমায়েতপুর, পাবনা
আয়েশা বেদোরা চৌধুরী মেডিকেল অফিসার সরকারী চাকুরী স্টেট ব্যাংক ঢাকা ১৬.১২.৭১ বন্দী মিসেস মুজিবকে দেখতে যাওয়ায় প্রহরারত পাকবাহিনীর হাতে নিহত। ৪, ভরিস পার্কওয়ে নিউজার্সি, যুক্তরাষ্ট্র
আজহারুল হক সহকারী সার্জন সরকারী চাকুরী ঢাকা মেডিকেল কলেজ ১৫.১১.৭১ হাতিরপুলের নিকটে আটক করে হত্যা করা হয়। ৩৫৮, এলিফ্যান্ট রোড, ঢাকা
হুমায়ুন কবির ইন্টার্নী চিকিৎসক সরকারী চাকুরী ঢাকা মেডিকেল কলেজ ১৫.১১.৭১ হাতিরপুলের নিকটে আটক করে হত্যা করা হয়। চরভাঙ্গা, শরিয়তপুর
এম.এ. জব্বার সহকারী সিভিল সার্জন সরকারী চাকুরী দিনাজপুর ২৯.৪.৭১ দিনাজপুরে কর্মরত অবস্থায় হত্যা করা হয়। সরদার বাড়ী, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ
হাসিময় হাজরা সহকারী সার্জন সরকারী চাকুরী ঢাকা মেডিকেল কলেজ ২.৪.৭১ বাসা থেকে নিয়ে পাকবাহিনীর অনুচরেরা হত্যা করে।
নরেন্দ্র নাথ ঘোষ মেডিকেল অফিসার সরকারী চাকুরী সাটুরিয়া স্বাস্থ্যকেন্দ্র মানিকগঞ্জ ১১.৯.৭১ আলবদর কর্তৃকত নিহত, লাশ পাওয়া যায় নি। গ্রাম-মাদার জানী থানা-কটিয়াদী টাঙ্গাইল
অমলেন্দু দাক্ষী পেশাদারী চিকিৎসক দন্ত বিষয়ক পাবনা শহর ২৬.৩.৭১ প্রতিরোধের প্রথম প্রহরে হত্যা করা হয়। দিলালপুর ভবন, পাবনা শহর, পাবনা

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!