You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধের সশস্ত্র অধ্যায়ে শহীদ সেনাবাহিনীর অফিসারদের তালিকা

 

নাম পদবী কোর/সার্ভিস মুক্তিযুদ্ধকালীন কর্মস্থান শহীদ হওয়ার তারিখ কোন্ যুদ্ধে শহীদ হন এবং কোথায় সমাহিত করা হয় ঠিকানা
নাজমুল হক মেজর আর্টিলারী অধিনায়ক সেক্টর নং-৭ ২৭.৯.৭১ মুক্তিযুদ্ধে অবস্থান পরিবর্তনের সময় জীপ দুর্ঘটনায় নিহত হন। পশ্চিম দিনাজপুরে সমাহিত করা হয়। গ্রাম-আমিরাবাদ, থানা-সাতকানিয়া, চট্টগ্রাম
মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার সেক্টর নং-৭ ১৪.১২.৭১ রাজশাহীর নবাবগঞ্জ আক্রমণে শহীদ হন। সোনা মসজিদের কাছে সমাহিত করা হয়। গ্রাম-রহিমগঞ্জ, ব্রাহ্মণ মন্দির, বরিশাল

পরবর্তী অংশ

নাম পদবী কোর/সার্ভিস মুক্তিযুদ্ধকালীন কর্মস্থান শহীদ হওয়ার তারিখ কোন্ যুদ্ধে শহীদ হন এবং কোথায় সমাহিত করা হয় ঠিকানা
আফতাব কাদের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার সেক্টর নং-১ ২৭.৪.৭১ রামগড় যুদ্ধে শহীদ হন। রামগড়ে তাঁকে সমাহিত করা হয়। লালমোহন পোদ্দার লেন, ফরিদাবাদ, ঢাকা
মাহাবুবুর রহমান ক্যাপ্টেন ইস্টবেঙ্গল ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ১৫.১১.৭১ কানাইঘাট আক্রমণে শহীদ হন। প্রিন্সিপ্যাল আছির উদ্দিন আহমেদ, দিনাজপুর
সালাউদ্দিন মোমতাজ ক্যাপ্টেন ইস্টবেঙ্গল ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৩১.৭.৭১ কামালপুর আক্রমণে শহীদ হন। ৬৩/বি, রাস্তা নং-৩, নাজিরাবাদ, চট্টগ্রাম
আনোয়ার হোসেন লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৩০.৩.৭১ প্রাথমিক প্রতিরোধ যুদ্ধে যশোরে শহীদ হন। বায়তুল আমান, স্টেশন রোড, কুমিল্লা
রফিক আহমেদ সরকার লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৩.৪.৭১ পলাশবাড়ীতে ব্ন্দী হন। বন্দী অবস্থায় পাকবাহিনী তাঁকে হত্যা করে। জগৎপুর, গৌরিপুর, কুমিল্লা
ইমদাদুল হক লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৭.১১.৭১ ধামরাই চা বাগান আক্রমণে শহীদ হন। তেলিয়াপাড়ায় তাঁকে সমাহিত করা হয়। পরান কান্দা, মকিমপুর, যশোর
আই. এফ. বদিউজ্জামান লেফটেন্যান্ট ক্যাভালরী সেক্টর নং-২ ৪.১২.৭১ কুমিল্লার আজমপুর আক্রমণে শহীদ হন। আজমপুরে তাঁকে সমাহিত করা হয়। পটগ্রাম, সীতারামপুর, ফরিদপুর
আজিজুল ইসলাম লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ২২.১১.৭১ কসবার চন্দ্রপুর আক্রমণে শহীদ হন। কসবারয় তাঁকে সমাহিত করা হয়। ৯১, বশির উদ্দিন রোড, কলাবাগান, ঢাকা
আশফাকুস সামাদ লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল সেক্টর নং-৬ ২০.১১.৭১ জয়পুরহাট আক্রমণে শহীদ হন। জয়পুরহাটে তাঁকে সমাহিত করা হয়। ২/১, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা
সেলিম কামরুল হাসান লেফটেন্যান্ট ইস্টবেঙ্গল ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৩০.১.৭২ মীরপুর বিহারী প্রতিরোধে শহীদ হন। জানকিসিং রোড, কাউনিয়া, বরিশাল
শামসুল হুদা ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার সেক্টর নং-১ ৪.১১.৭১ মুক্তিযুদ্ধকালীন রামগড় সীমান্তে মারা যান্

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!