You dont have javascript enabled! Please enable it!

জনযুদ্ধে নিহত ও বন্দী পাকিস্তান সেনাবাহিনীর অফিসারদের তালিকা

 

পদবী ও নাম ইউনিট সেনানিবাস মৃত্যু বা বন্দী কোথায় কিভাবে মন্তব্য
লে.কর্নেল রশীদ জানজুয়া অধিনায়ক ৮ম ইস্ট বেঙ্গল চট্টগ্রাম সেনানিবাস ২৫.৩.৭১ ষোল শহরে তাঁর নিজ বাসভবনে মেজর জিয়াউর রহমান কর্তৃক বন্দী। বন্দী অবস্থায় নিহত হন।
লে. কর্নেল আব্দুল আজিজ শেখ সেক্টর কমান্ডার চট্টগ্রাম ই.পি.আর. হালিশহর ৭.৪.৭১ পার্বত্য চট্টগ্রামের শিয়াল ডুক্কাতে মেজর মোসলেম ও তাঁর দলের হাতে বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
লে. কর্নেল শাহপুর খান বখতিয়ার অধিনায়ক ২৪ এফ.এফ. কুমিল্লা সেনানিবাস ২৭.৩.৭১ কুমিরা যুদ্ধে নিহত।
লে. কর্নেল খিজির হায়াত খান অধিনায়ক ৪র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা সেনানিবাস ২৭.৩.৭১ ব্রাহ্মণবাড়িয়ায় বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
মেজর আমিন তারেক ই.পি.আর. দিনাজপুর ২৯.৩.৭১ দিনাজপুরে নিহত। ২৫শে মার্চের পরে তিনি দিনাজপুরে বীভৎস হত্যা যজ্ঞ চালান।
মেজর মোহাম্মদ শোয়েব ২৭ বেলুচ যশোর সেনানিবাস ২৯.৩.৭১ কুষ্টিয়া যুদ্ধে নিহত। ২৫শে মার্চের পর কুষ্টিয়ায় হত্যাযজ্ঞের নায়ক।
মেজর সাদেক নেওয়াজ ৪র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা সেনানিবাস ২৭.৩.৭১ ব্রাহ্মণবাড়িয়ায় বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মেজর নিজাম উদ্দিন (বাঙালী) ৩য় ইস্ট বেঙ্গল সৈয়দপুর সেনানিবাস পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করায় মুক্তিবাহিনী কর্তৃক নিহত। তাঁর মৃত্যু সম্পর্কে বিভিন্ন ধারণা প্রচলিত।
মেজর মোহাম্মদ হোসেন উইং কমান্ডার ই.পি.আর. ঠাকুরগাঁও ২৯.৩.৭১ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন।
মেজর মোহাম্মদ আসলাম ২৫ পাঞ্জাব রাজশাহী ৩০.৩.৭১ বগুড়ায় যুদ্ধে নিহত।
মেজর মোঃ আলী ভুঁইয়া (বাঙালী) রাজশাহী ধোঁকা দিয়ে বাঙালী সৈন্যদের নিরস্ত্র করার চেষ্টা কালে রাজশাহীতে নিহত।
মেজর পীর মোহাম্মদ উইং কমান্ডার ই.পি.আর. কাপ্তাই ২৫.৩.৭১ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
মেজর এজাজ মোস্তফা ২৬ এফ.এফ. রেজিমেন্ট রংপুর সেনানিবাস তিস্তাপুলের নিকট যুদ্ধে মুক্তিবাহিনীর হাতে নিহত হন।
মেজর সিদ্দিক ২৬ এফ.এফ. রেজিমেন্ট দিনাজপুর ২৯.৩.৭১ যুদ্ধে নিহত হন।
মেজর মোহাম্মদ সেফায়েত ৩য় ইস্ট বেঙ্গল সৈয়দপুর সেনানিবাস ০১.৪.৭১ পার্বতীপুরের যুদ্ধে নিহত।

পরবর্তী অংশ

পদবী ও নাম ইউনিট সেনানিবাস মৃত্যু বা বন্দী কোথায় কিভাবে মন্তব্য
মেজর কাজিম কামাল ২য় ইস্ট বেঙ্গল ময়মনসিংহ, টাঙ্গাইল ২৮.৩.৭১ যুদ্ধে নিহত
মেজর মোহাম্মদ ইকবাল ই.পি.আর. চট্টগ্রাম ৭.৪.৭১ শিয়াল ভুক্ষাতে মুক্তিবাহিনীর হাতে বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
ক্যাপ্টেন মোহাম্মদ হায়াত সেক্টর সদর দপ্তর ই.পি.আর. হালিশহর, চট্টগ্রাম ২৫.৩.৭১ মেজর রফিকুল ইসলামের হাতে বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
ক্যাপ্টেন আমজাদ সাইদ ৪র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা সেনানিবাস ২৭.৩.৭১ ব্রাহ্মণবাড়িয়ায় বন্দী। ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
ক্যাপ্টেন মাহমুদুল হাসান ৪র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা সেনানিবাস ২৮.৩.৭১ যুদ্ধে নিহত।
ক্যাপ্টেন সাদেক হোসেন সেক্টর সদর দপ্তর ই.পি.আর. যশোর ২৬.৩.৭১ মাদালিয়া বিওপিতে নিহত।
ক্যাপ্টেন আজগর হোসেন ২৫ পাঞ্জাব রাজশাহী সেনানিবাস ২৭.৩.৭১ বগুড়ায় যুদ্ধে নিহত।
ক্যাপ্টেন ইসহাক হোসেন ২৫ পাঞ্জাব রাজশাহী সেনানিবাস ২৯.৩.৭১ বগুড়ায় যুদ্ধে নিহত।
ক্যাপ্টেন মোহাম্মদ রিয়াজ ২য় ইস্ট বেঙ্গল জয়দেবপুর সেনানিবাস ২১.৩.৭১ নিহত
ক্যাপ্টেন মোহাম্মদ জায়দী উইং ই.পি.আর. কাপ্তাই ২৫.৩.৭১ বন্দী ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক উইং ই.পি.আর. কাপ্তাই ২৫.৩.৭১ বন্দী ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।
ক্যাপ্টেন কমর আব্বাস ২য় উইং ই.পি.আর. ময়মনসিংহ ২৮.৩.৭১ যুদ্ধে নিহত
ক্যাপ্টেন নাবিদ আলম সহ-অধিনায়ক ১০ নং উইং ই.পি.আর. ঠাকুরগাঁও ৩০.৩.৭১ ঠাকুরগাঁও থেকে পলায়ন কালে সস্ত্রীক নিহত।
ক্যাপ্টেন নাজির আহমেদ (বাঙালী) কোয়ার্টার মাস্টার সেক্টর সদর দপ্তর দিনাজপুর ৩০.৩.৭১ দিনাজপুর থেকে পলায়ন কালে মুক্তিবাহিনীর হাতে নিহত।
ক্যাপ্টেন মোহাম্মদ রেজা ২৫ পাঞ্জাব রেজিমেন্ট বগুড়া সেনানিবাস ৩০.৩.৭১ বগুড়া আড়ানী রেল স্টেশনের কাছে যুদ্ধে নিহত।
ক্যাপ্টেন নুর আহমেদ বগুড়া জেলায় গোলাবারুদ পাহারারত ৩১.৪.৭১ নিহত
ক্যাপ্টেন গোলাম রসুল ই.পি.আর. সিলেট ২৭.৩.৭১ মৌলভীবাজারে নিহত
ক্যাপ্টেন মোস্তাক আহমেদ গোয়েন্দা বিভাগ দিনাজপুর ২৯.৩.৭১ নিহত
ক্যাপ্টেন জায়েদী এ্যাডজুটেন্ট ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২৭.৩.৭১ নিহত
লে. মোঃ হুমায়ুন ৮ ইস্ট বেঙ্গল চট্টগ্রাম সেনানিবাস ২৬.৩.৭১ নিহত
লে. আহামুদ্দিন ৮ ইস্ট বেঙ্গল চট্টগ্রাম সেনানিবাস ২৬.৩.৭১ নিহত

পরবর্তী অংশ

পদবী ও নাম ইউনিট সেনানিবাস মৃত্যু বা বন্দী কোথায় কিভাবে মন্তব্য
লে. রশীদ আহমেদ ২৫ পাঞ্জাব রাজশাহী সেনানিবাস ২৭.৩.৭১ বগুড়ায় নিহত।
লে. মোহাম্মদ আব্বাস ২৯ ট্যাংক রেজিমেন্ট রংপুর সেনানিবাস ৮.৩.৭১ জোরপূর্বক গ্রাম থেকে মুরগী ও খাদ্য সংগ্রহের সময় গ্রামবাসী কর্তৃক নিহত। এই ঘটনাকে কেন্দ্র করে উক্ত স্থানে ভয়ানক হত্যাকান্ড হয়।
লে. আতাউল্লা শাহ্ ২৭ বেলুচ রেজিমেন্ট যশোর সেনানিবাস ১.৪.৭১ কুষ্টিয়া যুদ্ধে পলায়নরত অবস্থায় বন্দী ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত

 

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!