You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধে সেক্টর-১, পিলখানা, ঢাকা এর অবস্থান - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধে সেক্টর-১, পিলখানা, ঢাকা এর অবস্থান

 

নাম পেশাভিত্তিক ক্রমিক নং পদবী নিয়ােগ অবস্থান জাতি পরিচয়
আনােয়ার শাহ লে. কর্নেল অধিনায়ক অবাঙ্গালী
সিরাজুল ইসলাম* মেজর সহ-অধিনায়ক বাঙালী
হাফিজ আহমেদ আয়াজ ক্যাপ্টেন এ্যাডজুটেন্ট বাঙালী
১৩ নং উইং: পিলখানা, ঢাকা
আব্দুর রহমান মেজর অধিনায়ক অবাঙালী
১৪ নং উইং: পিলখানা, ঢাকা
গােলাম মােহাম্মদ মেজর অধিনায়ক অবাঙালী
১৬ নং উইং: পিলখানা, ঢাকা
আবদুল্লাহ-আল-আজাদ * ক্যাপ্টেন সহ-অধিনায়ক বাঙালী
আব্দুল লতিফ * ক্যাপ্টেন সহ-অধিনায়ক বাঙালী
২ নং উইং: ময়মনসিংহ
কমর আব্বাস ক্যাপ্টেন অধিনায়ক অবাঙালী
এ. বি. এম. আজিজুল হক সুবেদার

এ- কোম্পানী

অধিনায়ক বাঙালী
জিয়ায়ুল হক সুবেদার

বি- কোম্পানী

অধিনায়ক বাঙালী
ফরিদ উদ্দিন আহমেদ সুবেদার অধিনায়ক

সি- কোম্পানী

বাঙালী
আব্দুল হাকিম সুবেদার অধিনায়ক

ডি- কোম্পানী

বাঙালী

 

* মুক্তিযুদ্ধে যােগ দেন নি।

** বন্দী অথবা নিহত।

*** মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারীকে চিহ্নিত করা হয়েছে। অফিসারের নীচের কাউকে ঐ ভাবে সনাক্ত করা হয় নি।

 

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন