মুক্তিযুদ্ধে সেক্টর-৩, যশাের এর অবস্থান
নাম | পেশাভিত্তিক ক্রমিক নং | পদবী | নিয়ােগ অবস্থান | জাতি পরিচয় |
আসলাম বেগ | – | লে. কর্নেল | সেক্টর অধিনায়ক | অবাঙালী |
কাদের খান | – | মেজর | সহ-অধিনায়ক | অবাঙালী |
মীর হাসমত উল্লাহ * | – | ক্যাপ্টেন | এ্যাডজুটেন্ট | বাঙালী |
আওলাদ হােসেন | – | ক্যাপ্টেন | কোয়াটার মাস্টার | বাঙালী |
৪নং উইং: চুয়াডাংগা | ||||
আবু ওসমান চৌধুরী *** | ৬৭৬ | মেজর | উইং অধিনায়ক | বাঙালী |
এ.আর. আজম চৌধুরী *** | ৭১৬ | ক্যাপ্টেন | সহ-অধিনায়ক | বাঙালী |
সাদেক হােসেন | – | ক্যাপ্টেন | সহ-অধিনায়ক | অবাঙালী |
মােজাফফর আহমেদ | – | সুবেদার | অধিনায়ক
এ কোম্পানী |
বাঙালী |
খায়রুল বাশার | – | সুবেদার | অধিনায়ক
বি-কোম্পানী |
বাঙালী |
আব্দুল মুকিত | – | সুবেদার | অধিনায়ক
সি-কোম্পানী |
বাঙালী |
আব্দুল মজিদ মােল্লা | – | সুবেদার | অধিনায়ক
ডি কোম্পানী |
বাঙালী |
আব্দুর রাজ্জাক | – | সুবেদার | অধিনায়ক
ই-কোম্পানী |
বাঙালী |
৫নং উইং: খুলনা | ||||
আব্দুল আজিজ শিকদার | – | সুবেদার | অধিনায়ক
এ-কোম্পানী |
বাঙালী |
হাসান উদ্দিন | – | সুবেদার | অধিনায়ক
এ-কোম্পানী |
বাঙালী |
জব্বার আলী | – | নায়েব সুবেদার | অধিনায়ক
ডি-কোম্পানী |
বাঙালী |
তায়েফ আলী | – | সুবেদার | অধিনায়ক
ই-কোম্পানী |
বাঙালী |
* মুক্তিযুদ্ধে যােগ দেন নি।
** বন্দী অথবা নিহত।
*** মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারীকে চিহ্নিত করা হয়েছে। অফিসারের নীচের কাউকে ঐ ভাবে সনাক্ত করা হয় নি।
সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন