You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাস এর অবস্থান

 

নাম পেশাভিত্তিক ক্রমিক নং পদবী নিয়ােগ অবস্থান জাতি পরিচয়
এম. আর. মজুমদার* ব্রিগেডিয়ার কমান্ডান্ট বাঙালী
এইচ. এস. শিগরী কর্নেল ডেপুটি কমান্ডান্ট অবাঙালী
এম. আর. চৌধুরী** লে. কর্নেল চীফ ইনস্ট্রাক্টর বাঙালী
জেড. এম  ওসমানী লে. কর্নেল এ. কিউ অবাঙালী
মহসীন উদ্দিন আহমেদ*** ৬৯০ ক্যাপ্টেন এ্যাডজুটেন্ট বাঙালী
এনামুল হক চৌধুরী*** ৭০৩ ক্যাপ্টেন কোয়ার্টার মাস্টার বাঙালী
আমিন আহমেদ চৌধুরী*** ৭০৮ ক্যাপ্টেন ট্রেনিং এ্যাডজুটেন্ট বাঙালী
আব্দুল আজিজ*** ৭১৫ ক্যাপ্টেন অধিনায়ক

ট্রেনিং কোম্পানী

বাঙালী
সুবিদ আলী ভূইয়া*** ৭০৭ ক্যাপ্টেন অধিনায়ক

হােল্ডিং কোম্পানী

বাঙালী
এ. আর. বেগ মেজর      রেকর্ড অফিসার অবাঙালী
মেজর কামাল মেজর রেকর্ড অফিসার অবাঙালী
সিরাজুল ইসলাম মেজর   বাঙালী

                                                             

* ২৪ শে মার্চ অপসারিত।

** ২৫শে মার্চ রাত্রে নিহত।

*** মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী

সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান – এ এস এম সামসুল আরেফিন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!