১৬ এপ্রিল ১৯৭১: বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ
রাঙামাটির খাগড়া রেস্ট হাউজে অবস্থানরত পাকবাহিনীর এক প্লাটুন সৈন্যের ওপর ক্যাপ্টেন কাদেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায়। এ সংঘর্ষে অফিসারসহ ২০ জন পাকসৈন্য নিহত হয়। বাকি সৈন্যরা পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা সংঘর্ষের পর নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। কাপ্তাই জলবিদুৎ কেন্দ্র দখল নিয়ে সারাদিনব্যাপী মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস রিলিজে জানায় রাষ্ট্র বিরোধীরা গত রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটি উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু পাক বাহিনীর ত্বরিত তৎপরতার কারনে তাদের সে তৎপরতা সফল হয়নি। সেনা বাহিনীর পাল্টা আক্রমনে বিদ্রোহীদের নির্মূল করা হয়েছে।