১৬ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- দিনাজপুর
সকাল ১১ টায় পাকসেনারা পার্বতীপুর থেকে ১ টি ট্যাঙ্কসহ ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সুবেদার রবের মুক্তিযোদ্ধাদের ডিফেন্সের ওপর আক্রমণ চালায়। এ যুদ্ধে ৮ জন মুক্তিযোদ্ধা (তিন জন সৈনিক ৫ জন আনসার)শাহাদাৎ বরণ করেন। মুক্তিযোদ্ধারা পিছু হটে ফুলবাড়ির দিকে যাত্রা করলে পিছু পিছু পাকসেনারাও ফুলবাড়ির দিকে অগ্রসর হয়। রাত ৮ টা পর্যন্ত যুদ্ধ চলে। বিরল সীমান্তে পাক বাহিনী ক্যাপ্টেন নজরুল হক এর বাহিনীর উপর হামলা করে। ক্যাপ্টেন নজরুল হক সৈয়দপুর সেক্টর কম্যান্ডার।