১৬ এপ্রিল ১৯৭১ঃ বিবিধ
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিশ্ববিদ্যালয় ছাত্রদের ৫০ জনের একটি দল পূর্ব পাকিস্তানে গণহত্যার বিরুদ্ধে পাক হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যাবহার করে। বিক্ষোভ শেষে পাকিস্তান হাই কমিশনার আসলাম মালিকের কাছে হস্তান্তর করে। পাকিস্তান সরকার এক নির্দেশে বিদেশে অবস্থানরত সকল দুতাবাস কর্মকর্তাদের ভারতীয়দের এড়িয়ে যেতে বলেছে। রংপুরের সৈয়দপুর শহরকে স্থানীয় মুসলিম লীগ নতুন বিহার নামকরন করেছে। শহরটিতে বর্তমানে কোন বাঙ্গালী নেই। সামরিক করতিপক্ষ এক আদেশে রংপুর পর্যন্ত রেল লাইনের ৪০০ মিটার পর্যন্ত বাড়িঘর সরিয়ে নিতে বলেছে। এরই মদ্ধে এই সিমার মধ্যে অনেক বাড়িঘর জালিয়ে দেয়া হয়েছে। তুরস্ক জানিয়েছে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহনে তার দেশ কোন সি ১৩০ প্লেন পাকিস্তানকে দেয়নি।