১৬ এপ্রিল ১৯৭১ঃ পিডিপির চার নেতার বিবৃতি
পিডিপির চার নেতা সহকারী সাধারন সম্পাদক একে রফিকুল হোসেন, সহকারী সাধারন সম্পাদক শামশুর রহমান, প্রাদেশিক সাধারন সম্পাদক কেএএমএ জলিল ও শহর আহ্বায়ক ফজলুল হক এক বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আক্রমণাত্মক নীতি পূর্ব পাকিস্তান সীমান্তে সৈন্য সমাবেশ এবং প্রদেশে সশস্র অনুপ্রবেশের তীব্র নিন্দা করেন। তারা বলেন অল ইন্ডিয়া রেডিও ২৪ ঘণ্টাই পাকিস্তানের বিদ্বেষপূর্ণ প্রচারনা করে যাচ্ছে। ভারতের এসব হীন কার্যকলাপ স্পষ্টতই তার দুরভিসন্ধির কথা প্রমান করে। তারা পশ্চিম থেকে পূর্ব পাকিস্তানকে বিভক্ত করতে চায়। সামরিক বাহিনীকে সর্বাত্মক সাহায্য করার জন্য তারা জনগনের প্রতি আহবান জানান।
নোটঃ এ কে রফিকুল হোসেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। আইউব খানের ক্ষমতা নেয়ার আগেই তিনি আওয়ামী লীগ ছেড়ে যান।