১৬ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সরকারের গোপন প্রেস রিলিজ
সংগ্রাম পত্রিকায় অজ্ঞাত উৎসের খবরে জানায় রাজস্থান সরকার কথিত বাংলাদেশ সরকারকে ১০ লাখ টাকা সাহায্য মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী মোহনলাল সুখদিয়া প্রকাশে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সমর্থন করেছেন। স্বাধীন দেশকে সর্বপ্রকার সাহায্য করার জন্য তিনি সর্বদলীয় বৈঠক আহবান করেছেন। উত্তর প্রদেশ সরকার কথিত বাংলাদেশ সরকারকে ১০ লাখ টাকা সাহায্য মঞ্জুর করেছে। তারা বাংলাদেশের সাহায্যে ঠাকুর সেনা নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছে। (সম্ভবত বিহার সরকারকে ভুলে উত্তর প্রদেশ বলা হয়েছে কারন বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরই ঠাকুর যিনি চুয়াডাঙ্গায় এবং ঠাকুরগাঁও এ ছদ্মবেশে সফর করেছেন) কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী দিয়েছেন ৫০০০০ টাকা। এ ছাড়াও আওয়ামী লীগের ৬ শীর্ষ নেতা কলকাতায় সরকারের বিভিন রাজনীতিবিদ ও উচ্চপদস্থও কর্মকর্তার সাথে সাহায্য বিষয়ে আলাপ করে যাচ্ছেন।