১৬ এপ্রিল ১৯৭১ঃ গভর্নর টিক্কা খানের সাথে শান্তি কমিটির কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ
সন্ধ্যায় নুরুল আমিনের নেতৃতে শান্তি কমিটির নেতৃবৃন্দ গভর্নর টিক্কা খানের সাথে দেখা করে পরিস্থিতি পুনরায় স্বাভাবিকিকরন এবং জনগনের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে শান্তি কমিটির উদ্যোগে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে প্রতিনিধিদল গভর্নরকে সে সম্পর্কে অবহিত করেন। তারা জনগনের কিছু অসুবিধা নিয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষায় তারা সেনাবাহিনীর পিছনে আছেন। গভর্নর শান্তি কমিটির সদস্যদের আশ্বাস দেন যে জনগনের প্রকৃত সমস্যার উপর লক্ষ্য রাখা হবে এবং অনতিবিলম্বে প্রতিবিধান মুলক বেবস্থাদি গ্রহন করা হবে।