১৫ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- কুমিল্লা
এদিন লেঃ কর্নেল খালেদ মোশাররফ ক্যাপ্টেন আইন উদ্দিনকে আখাউরার সৈন্যদের দায়িত্ব অর্পণ করেন। আইন উদ্দিন গঙ্গাসাগরের দিকে তার বাহিনী মতায়েন এবং নির্দেশনা দেন। এদিন কুমিল্লা থেকে ট্রেনে পাক সৈন্য গঙ্গাসাগর আসে এবং ব্রিজের দক্ষিনে অবস্থান নেয়। ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে পাকবাহিনী আখাউরায় আক্রমন করে। এ যুদ্ধে তাদের ২৫-৩০ জন নিহত হয়। তারা পেরে উঠতে না পেরে ব্রাহ্মণবাড়িয়া চলে যায়। এদিন পাক বাহিনী ত্রিশটি ট্রাকে করে কুমিল্লা থেকে লাকশাম যাচ্ছিল। লেঃ মাহবুবের ৪ বেঙ্গলের বি কোম্পানি দুপুরে জাঙ্গালিয়ার কাছে আক্রমন করে। এই আক্রমনে লেঃ দিদার ও অংশ নেয়। পাকবাহিনীর কিছু গাড়ী দুর্ঘটনায় পরে এবং তাদের অনেক হতাহত হয় পরে পাক বাহিনী কুমিল্লায় ফেরত যায়। মাহবুবের বাহিনী কিছু পাক অস্র ও গোলাবারুদ হস্তগত করে। এই গোলাবারুদ অনেকদিন তারা ব্যাবহার করতে পেরেছিল। পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস রিলিজে বলেছে মুক্তিবাহিনী ভৈরব ব্রিজ উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। তারা মোট ৩৮ টি ডিনামাইট বসিয়েছিল কিন্তু পাক বাহিনী সময়মত পৌঁছে যাওয়ায় ব্রিজটি রক্ষা পেয়েছে। এখানে তারা প্রচুর অস্র, গোলাবারুদ, খাদ্য শস্য আটক করে।