You dont have javascript enabled! Please enable it!

গগাবরডাঙ্গা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে চিত্র-প্রদর্শনী ও আলােচনা চক্র

কলকাতা, ৩০ মে (সংবাদদাতা)- গােবরডাঙ্গা মিলন সংঘের মাঠে গতকাল বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেডারেশন ও পশ্চিমবঙ্গ যুব সংঘের গােবরডাঙ্গা শাখার উদ্যোগে “বাঙলাদেশের কথা” চিত্রপ্রদর্শনী ও আলােচনা চক্রের আয়ােজন করা হয়েছিল।
অনুষ্ঠানে সভানেত্রীত্ব করেন স্থানীয় মহিলা সমিতির সম্পাদিকা শ্রীমতি মায়া মিত্র ওপার বাঙলার চুয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ ফুলে হােসেন, বাঙলাদেশ ছাত্র ইউনিয়নের যশাের জেলার সম্পাদক শ্রী অশােক সেন উভয়ই বাঙলাদেশের সংগ্রামের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা এবং মুক্তিযোেদ্ধাদের সাহায্য করার আবেদন করেন।
গােবরডাঙ্গা কলেজের অধ্যাপক উষাপ্রসন্ন মুখােপাধ্যায়, অধ্যাপক সন্তোষ ঘােষ বাঙলাদেশকে অবিলম্বে স্বীকৃতির দাবি করে বক্তৃতা করেন। এছাড়া বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের অন্যতম সম্পাদক শ্রী পরিমল বিশ্বাস যুবকর্মী শ্রীসত্যব্রত দাস, স্থানীয় শিক্ষক শ্রীঅসীম মজুমদার বক্তৃতা করেন।
সভাশেষে ওপার বাংলার শিল্পীরা সর্বশ্রী সুকুমার বিশ্বাস, রফিকুল আলম, কোরবান আলি, পরিতােষ সাহা এবং স্থানীয় শিল্পীরা রাণী মুখার্জি, স্বপন চ্যাটার্জি, যুথিকা মুখাজি সংস্কৃতিকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

সূত্র: কালান্তর, ১.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!