You dont have javascript enabled! Please enable it! হোগলাবুনিয়া গণকবর (মোড়েলগঞ্জ, বাগেরহাট) - সংগ্রামের নোটবুক

হোগলাবুনিয়া গণকবর (মোড়েলগঞ্জ, বাগেরহাট)

হোগলাবুনিয়া গণকবর (মোড়েলগঞ্জ, বাগেরহাট) সংঘটিত হয় জুলাই মাসের প্রথম দিকে। এতে ৮ জন সাধারণ মানুষ শহীদ হন।
ঘটনার দিন পাকবাহিনী ও রাজাকাররা হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের বাছাড় বাড়িতে আক্রমণ করে। এতে ৮ জন নিরীহ গ্রামবাসী হত্যার শিকার হন। নিহতরা হলেন- রবীন্দ্রনাথ ঢালী (পিতা রামচন্দ্র ঢালী, উত্তর সুতালড়ি), শশধর মিস্ত্রী (পিতা অন্নদাচরণ মিস্ত্রী, সুতালড়ি), ক্ষীরদ ঢালী (পিতা বসন্ত ঢালী, সুতালড়ি), অধীর চন্দ্র বাছাড় (পিতা যোগেশ চন্দ্র বাছাড়, হোগলাবুনিয়া), চিত্তরঞ্জন বাছাড় (পিতা জিতেন্দ্রনাথ বাছাড়, হোগলাবুনিয়া), নিরঞ্জন বাছাড় (পিতা জিতেন্দ্রনাথ বাছাড়, হোগলাবুনিয়া), নারায়ণ খরাতী (পিতা মুকুন্দ খরাতী, হোগলাবুনিয়া) এবং চিত্তরঞ্জন মিস্ত্রী (কালাইয়া)। তাদেরকে হোগলাবুনিয়ায় কবর দেয়া হয়, যা হোগলাবুনিয়া গণকবর নামে পরিচিত। [শেখ মশিউর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড