You dont have javascript enabled! Please enable it!

হোসেনাবাদ গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া)

হোসেনাবাদ গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় আগস্ট মাসের মাঝামাঝি। এ গণহত্যায় ২০ জন সাধারণ মানুষ শহীদ হন।
পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরেদের সহযোগিতায় দৌলতপুর উপজেলার হোসেনাবাদ প্রাইমারি স্কুলের পাশে এবং তহসিল অফিসের সামনে এ গণহত্যা চালায়। পাকবাহিনী এ গণহত্যায় ৪ জন ছাত্রকে ধরে এনে স্কুল মাঠে বেয়নেট দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে হত্যা করে। হানাদার বাহিনীর এ গণহত্যায় ২০ জন মানুষ শহীদ হন। গণহত্যার পর শহীদদের লাশগুলো স্থানীয়রা গণকবরে সমাহিত করে। [মো. ছাদিকুজ্জামান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!