হারুনী গণহত্যা (বানিয়াচঙ্গ, হবিগঞ্জ)
হারুনী গণহত্যা (বানিয়াচঙ্গ, হবিগঞ্জ) সংঘটিত হয় ১৮ই আগস্ট। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা যায় বানিয়াচঙ্গ উপজেলার মাকালকান্দির নিকটবর্তী গ্রাম হারুনী। ১৮ই আগস্ট মাকালকান্দি গ্রামে নির্মম গণহত্যার পর পাকিস্তানি বাহিনী পথিমধ্যে হারুনী গ্রামে একটি গণহত্যা চালায়। মাকালকান্দি গ্রামে হানাদার বাহিনীর তাণ্ডবের সংবাদ জেনে হারুনী গ্রামের লোকজন তাদের আসার পূর্বেই অন্যত্র পালিয়ে যায়। বর্ষাকাল বিধায় যাদের নৌকা ছিল তারা সুবিধামত স্থানে পালাতে পারলেও যাদের নৌকা ছিল না তারা বাধ্য হয়ে নিজ-নিজ বাড়িতেই থেকে যায়।
পাকবাহিনী মাকালকান্দি থেকে ফেরার পথে হারুনী গ্রামের পাশে এসেই আকস্মিকভাবে গুলিবর্ষণ করতে- করতে গ্রামের ভেতরে প্রবেশ করে। এ-সময় বিপীন চন্দ্র, জন্তুর মা, মন্টুর মা প্রমুখ মারাত্মকভাবে আহত হন। হানাদাররা গ্রামে প্রবেশ করে কাউকে দেখতে না পেয়ে তল্লাশি শুরু করে। ব্যাপক তল্লাশি চালিয়ে কয়জনকে পায় এবং তাদের এক স্থানে জড়ো করে ব্রাশ ফায়ারে হত্যা করে। এ গণহত্যায় নিবুরাম দাস, নিরভরসা দাস, লক্ষ্মীরাম দাস, বীরচরণ দাস, রাধাচরণ দাস, সখীবালা দাস প্রমুখ শহীদ হন। ফেরার পূর্বে তারা গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তাতে গ্রামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]।
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড