হালিমনগর স্মৃতিফলক (পত্নীতলা, নওগাঁ)
হালিমনগর স্মৃতিফলক (পত্নীতলা, নওগাঁ) ৩০শে নভেম্বর সংঘটিত হালিমনগর গণহত্যায় নিহত ৪০ জন নিরীহ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যদের স্মরণে স্বাধীনতার চার দশক পর এলাকাবাসীর উদ্যোগে নির্মিত হয়েছে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউপির হালিমনগর গ্রামে পাকহানাদার বাহিনী ৩০শে নভেম্বর হালিমনগর গণহত্যা সংঘটিত করে। এ গণহত্যায় ৪০ জন নিরীহ মানুষ প্রাণ হারান। নিহতদের অধিকাংশ ছিলেন এ এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আত্মদানের এক উদাহরণ এ গণহত্যা। পূর্বে এ গণহত্যায় নিহতদের মধ্যে ১৯ জনের নাম পাওয়া গিয়েছিল। সম্প্রতি এখানে আহত ৮ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- গুডরাও মুর্মু, লেদেন সরেন, গোপীন সরেন, পাতরাজ, হিতেন্দ্রনাথ বর্মণ, সক্কুল মুর্মু, দুলু মুর্মু ও যতীন মুর্মু। এ গণহত্যার স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন কিছু করা হয়নি। এমনকি স্থানীয় বা জাতীয় পর্যায়ে এখানকার শহীদদের তালিকাও প্রণয়ন করা হয়নি। দীর্ঘ ৪৩ বছর পর সম্প্রতি এলাকার মানুষ গঠন করেছে গণহত্যা স্মৃতি সংরক্ষণ কমিটি। তাদের উদ্যোগে এখানে শহীদদের একটি নামফলক নির্মাণ করা হয়েছে। এখন প্রতিবছর ৩০শে নভেম্বর হালিমনগর গণহত্যা দিবস পালিত হয়। [চিত্তরঞ্জন মিশ্র]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড