হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর (কোটালীপাড়া, গোপালগঞ্জ)
হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর (কোটালীপাড়া, গোপালগঞ্জ) হেমায়েত উদ্দিন, বীর বিক্রমের জন্মস্থান কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে অবস্থিত। এ গ্রামের দক্ষিণ প্রান্তে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের উত্তর পাশে হেমায়েত ব্রিজের কাছেই হেমায়েত উদ্দিনের দানকৃত জায়গায় সরকারি অর্থায়নে এটি প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালে হেমায়েত বাহিনী-র ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র, যুদ্ধসরঞ্জাম, দেশীয় অস্ত্রাদি, হেমায়েত বাহিনী সম্পর্কে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও রিপোর্ট এবং যুদ্ধের মাঠের খবরাখবর যেসব পত্রিকায় প্রকাশিত হয়েছে তার কপি বা ফটোকপি এ জাদুঘরে প্রদর্শিত হয়েছে। ২০১৩ সালে ২০ লক্ষ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৪ই নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোটালীপাড়া উপজেলার অন্যান্য প্রকল্পের সঙ্গে এটি উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় স্মৃতি জাদুঘরের সামনে হেমায়েত উদ্দিন, বীর বিক্রম, মুক্তিযোদ্ধা শামসুল হক, মুজিবুল হক, আবুল কালাম দাড়িয়া, দুলাল চন্দ্র বিশ্বাস ও রবীন্দ্রনাথ অধিকারীসহ হেমায়েত বাহিনীর সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর এ অঞ্চলের মানুষের জন্য গৌরবের। এটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি অনন্য স্থাপনা। [রবীন্দ্রনাথ অধিকারী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড