You dont have javascript enabled! Please enable it! 1971.05.17 | হামিদপুর গণহত্যা (ঘাটাইল, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

হামিদপুর গণহত্যা (ঘাটাইল, টাঙ্গাইল)

হামিদপুর গণহত্যা (ঘাটাইল, টাঙ্গাইল) সংঘটিত হয় ১৭ই মে। হামিদপুর টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি প্রাচীন বাজার ও ব্যবসাকেন্দ্র। ১৫ই মে ইপিআর সদস্যরা ঢাকা থেকে আগত পাকবাহিনীকে প্রতিরোধ করার জন্য হামিদপুরের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় একশত বাংকার খনন করেন। ১৭ই মে হানাদাররা বাংকারে অবস্থানরত ইপিআরদের কাছাকাছি এলে উভয় পক্ষে গুলি বিনিময় শুরু হয়। এক পর্যায়ে ইপিআর যোদ্ধারা টিকতে না পেরে পিছু হটেন। এরপর হানাদাররা বাজারের সাহাপাড়া ও শীলপাড়ায় নির্মম গণহত্যা চালায় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এ গণহত্যায় শহীদরা হলেন- রাইমোহন সাহা, অমর চন্দ্র সাহা (টুককু), সুধাংশু শেখর সাহা (গুন), শ্রীপতি রায়চৌধুরী (টুলু), প্রাণকৃষ্ণ সাহা, দিলীপ কুমার সাহা, দুলাল চন্দ্ৰ সাহা, হরিমঙ্গল সাহা, বিশ্বনাথ সাহা (বিশ্ব), সুকুমার সাহা (সুকু), মায়া সাহা, নরেন্দ্রনাথ সাহা, মেঘা শীল, চানমোহন শীল, ইন্দ্ৰমোহন শীল, ভোলানাথ পাল, সূৰ্য্যকান্ত পাল, রহিম উদ্দিন ও মজিবর রহমান। গণহত্যায় শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড