হাড়িসর্দার যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা)
হাড়িসর্দার যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা) একাধিকবার সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এসব যুদ্ধে অর্ধশতাধিক পাকিস্তানি সৈন্য ও কয়েকজন রাজাকার নিহত হয়।
১২ই সেপ্টেম্বর চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাজারে স্থানীয় দালাল, শান্তি কমিটি ও পাকিস্তানি হানাদার বাহিনীর এক সভায় মুক্তিযোদ্ধারা আক্রমণ চালান। এ হামলায় একজন জিওসি-সহ ৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। পরবর্তী সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী হাড়িসর্দার বাজারে ক্যাম্প স্থাপন করার চেষ্টা করলে লেফটেন্যান্ট ইমাম-উজ-জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ও দুটি গেরিলা কোম্পানি হানাদারদের ওপর আক্রমণ চালিয়ে ২৫ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করে।
৪ঠা অক্টোবর হাড়িসর্দার বাজারে পাকিস্তানি বাহিনীর অবস্থানের ওপর মুক্তিযোদ্ধারা পুনরায় হামলা চালান। এতে হানাদার বাহিনীর ৭টি বাঙ্কার ধ্বংস হয়। আক্রমণে ২৫ জন পাকিস্তানি সৈন্য ও ৭ জন রাজাকার হতাহত হয়। [মোতাহার হোসেন মাহবুব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড