হাতিরদিয়া যুদ্ধ (মনোহরদী, নরসিংদী)
হাতিরদিয়া যুদ্ধ (মনোহরদী, নরসিংদী) সংঘটিত হয় মে মাসে। এটি মনোহরদী থানায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রথম যুদ্ধ। নরসিংদী-শিবপুর-মনোহরদী সড়কের (জেলা পরিষদের মাটির রাস্তা) হাতিরদিয়ায় পাকবাহিনীর টহলদানকারী দলকে চ্যালেঞ্জ করে রাস্তার দুপাশে এম্বুশে থাকা মুক্তিযোদ্ধারা আক্রমণ করে পাকিস্তানি বাহিনীকে হতভম্ব করে দেন। পরে তারা পাল্টা গুলি ছুড়তে থাকে। তাদের ভারী অস্ত্রের পাল্টা আক্রমণে মুক্তিযোদ্ধারা পিছু হটেন। কয়েকজন পাকসেনা আহত হয়। এ-যুদ্ধের মাধ্যমে মনোহরদী থানার মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেন। [এম আর মাহবুব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড