You dont have javascript enabled! Please enable it!

হাতেম পিয়নের ঘাটলা বধ্যভূমি (গৌরনদী, বরিশাল)

হাতেম পিয়নের ঘাটলা বধ্যভূমি (গৌরনদী, বরিশাল) উপজেলায় হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি। মুক্তিযুদ্ধকালে এ বধ্যভূমিতে হানাদার বাহিনী কয়েকশ মানুষকে হত্যা করে।
পাকিস্তানি বাহিনীর গৌরনদী কলেজ ক্যাম্পের উত্তর পাশে হাতেম ভূঁইয়ার বাড়ির সামনের খালে বাঁধানো ঘাটলা, যা সকলের নিকট হাতেম পিয়নের ঘাটলা নামে পরিচিত। মুক্তিযুদ্ধকালে এ ঘাটলাটি হানাদার বাহিনী বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। গৌরনদীতে ক্যাম্প স্থাপনের পর হানাদার বাহিনী আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ কর্মী, ব্যবসায়ী ও নিরীহ মানুষদের ধরে এনে নির্যাতনের পর এ বধ্যভূমিতে হত্যা করে লাশ খালের পানিতে ভাসিয়ে দিত। উপজেলা রাজাকার কমান্ডার আফতাব উদ্দিন মিয়া এবং তার পুত্র . সাহাবুদ্দিন মিয়া হানাদার বাহিনীর দোসর হিসেবে এসব গণহত্যায় সহায়তা করত। উপজেলার বেজগাতি, সিহিপাশা, কসবা, জলিরপাড়, সুতার বাড়ি, টরকী, চন্দ্রহার প্রভৃতি এলাকার লোকজন ধরে এনে এ বধ্যভূমিতে হত্যা করা হয়। এ বধ্যভূমিতে সিহিপাশা গ্রামের উপেন সিকদার, নান্টু চন্দ, ভোলানাথ, জিতেন, সুভাষচন্দ্র দাস, আদারী কর প্রমুখ হানাদার বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হন। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!