You dont have javascript enabled! Please enable it!

হাটকড়ই গণহত্যা (নন্দীগ্রাম, বগুড়া)

হাটকড়ই গণহত্যা (নন্দীগ্রাম, বগুড়া) সংঘটিত হয় ৫ই এপ্রিল। এতে ৪ জন গ্রামবাসী প্রাণ হারায়।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের একটি গ্রামের নাম হাটকড়ই। ৫ই এপ্রিল রাতে পাকিস্তানি সৈন্যরা এ গ্রামের হিন্দুপাড়ায় হানা দিয়ে ৪ জন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। এরপর তাদের হাটকড়ই হাইস্কুল মাঠে নিয়ে গুলি করে হত্যা করে। পাকিস্তানি সৈন্যরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা লাশগুলোকে গ্রামের শ্মশানে সমাধিস্থ করে। হাটকড়ই গণহত্যায় নিহতরা হলেন- সুরেশচন্দ, বুদ্ধেশ্বর চন্দ্র, সুরেশ চন্দ্র প্রামাণিক ও অধিয়চন্দ্র। [সাহিদুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!