You dont have javascript enabled! Please enable it! 1971.07.27 | হাটকালুপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ) - সংগ্রামের নোটবুক

হাটকালুপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ)

হাটকালুপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ) সংঘটিত হয় ২৭শে জুলাই। এতে ২১ জন সাধারণ মানুষ শহীদ হন নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামে মুক্তিবাহিনী আছে এরূপ সংবাদে রাজাকার ডা. হাসান আলীর নেতৃত্বে আত্রাইঘাট রেলস্টেশন ক্যাম্প থেকে ৫টি বড়বড় কোশা নৌকাযোগে পাকসেনারা ২৭শে জুলাই ফজরের নামাজের পূর্বে গ্রামটিতে প্রবেশ করে। তারা ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। ঘুমের ঘোরে অনেকে পালাতে গিয়ে পাকবাহিনীর হাতে ধরা পড়ে। পাকসেনারা মুক্তিযোদ্ধাদের খুঁজতে ঘরেঘরে প্রবেশ করে এবং লুটপাট চালায়। এসময় নিজামউদ্দিন নামে একজনের ঘরের ট্রাংক থেকে ৫০০ টাকা নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে। কোনো মুক্তিযোদ্ধা এবং অস্ত্র না পেয়ে পাকবাহিনী চড়কতলা নামক স্থানে ২১ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। এ গণহত্যায় শহীদরা হলেন- শহবতুল্যা, মোবারক, খগেন্দ্রনাথ, প্রফুল্ল সরকার, দীনেশ, যতীন্দ্রনাথ, অনুকূল, বৈদ্যনাথ মালাকার, সতীশ হাওলাদার, যতীন হাওলাদার, রামলাল ঋষি, গোপীচরণ, সন্তোষ কুমার, ধীরেন্দ্রনাথ, হেমন্ত কুমার, গোপাল, তনা ঋষি, মালেক, জাহানারা, সনজব শাহ ও আতাবর রহমান। সঠিক তথ্য দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে পাকবাহিনী রাজাকার ডা. হাসান আলীকেও হত্যা করে। [ফরিদুল আলম পিন্টু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড