হস্তিশুণ্ড গণহত্যা (উজিরপুর, বরিশাল)
হস্তিশুণ্ড গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ২৭শে জুলাই। এতে ৬ জন সাধারণ মানুষ শহীদ হন। উজিরপুর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিমি উত্তরে হস্তিশুণ্ড গ্রাম অবস্থিত। ঘটনার দিন শিকারপুর ক্যাম্পের পাকিস্তানি বাহিনীর একটি দল স্থানীয় রাজাকার- কমান্ডার গফুর মৃধার সহযোগিতায় এ গ্রাম আক্রমণ করে। তারা এলাকার জনপ্রিয় গণেশ ডাক্তারের বাড়ি এবং কর্মকার বাড়িতে গণহত্যা চালায় এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। গণেশ ডাক্তারের বাড়ির লোকজন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা তাদের গণহত্যার শিকার হন। হস্তিশুণ্ড গ্রাম গণহত্যায় ৬ জন এলাকাবাসী শহীদ হন। তারা হলেন- মদন কর্মকার (২০) (পিতা মুকুন্দ কর্মকার), সন্তোষ বিশ্বাস (১৯) (পিতা বিপিন বিশ্বাস), জয়দেব কর্মকার (১৮) পিতা অমল কর্মকার), আয়নাল বালী (৩৫) (পিতা আহমেদ বালী), মমিনউদ্দিন (৪০) ও আব্দুর রহমান (৩০) (পিতা আবুল হাসেম, ভরসাকাঠী)। শহীদ আয়নাল বালী রোগী হিসেবে গণেশ ডাক্তারের বাড়িতে গিয়েছিলেন। রাজাকার গফুরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। মমিনউদ্দিন ঘটনার দিন গুলির আঘাতে আহত হয়ে কয়েকদিন পরে মারা যান। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড