You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হরিসাধন দাশগুপ্ত - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হরিসাধন দাশগুপ্ত

হরিসাধন দাশগুপ্ত (১৯২৩-১৯৯৬) ভারতের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ১৯২৩ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে পঞ্চাশ-ষাটের দশকে তিনি বাঙালি সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ে অধ্যয়ন করেন। অতঃপর কলকাতায় এসে প্রামাণ্য চিত্র তৈরি শুরু করেন।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি অনেক স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র প্রযোজনা ও পরিচালনা করেন। বাঙালি সমাজের প্রেক্ষাপটকে উপজীব্য করে বেশকিছু ইংরেজি প্রামাণ্য চিত্র তৈরি করার জন্য তিনি খ্যাতি লাভ করেন। তার মধ্যে কয়েকটি হলো: Panchthupi : A VillageIn West Bengal (১৯৫৫), Panorama of West Bengal (১৯৬১), Glimpses ofIndia (১৯৬৫), The AutomobileIndustryInIndia (১৯৬৯) ইত্যাদি। সত্যজিৎ রায় রচিত ও তাঁর পরিচালিত Tata : The Story of Steel (১৯৫৬) প্রামাণ্য চিত্রটি মুক্তির পর তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ১৯৪৭ সালে গঠিত কলকাতা ফিল্ম সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৯শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে হরিসাধন দাসগুপ্ত বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে গণসচেতনতা সৃষ্টি করতে সক্ষম হন। তাছাড়াও তিনি এসব অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শরণার্থীদের কল্যাণে ব্যবহার করার জন্য দান করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক হরিসাধন দাশগুপ্তকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণোত্তর) প্রদান করা হয় (২৪শে মার্চ ২০১৩)। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড