হরিহরনগর গণহত্যা (জীবননগর, চুয়াডাঙ্গা)
হরিহরনগর গণহত্যা (জীবননগর, চুয়াডাঙ্গা) সংঘটিত হয় জুন মাসে। এতে ৯ জন গ্রামবাসী হত্যার শিকার হন। ঘটনার দিন পাকসেনারা জীবননগর থানার হরিহরনগর গ্রামে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায়। এতে হরিহরনগর গ্রামের ৮ জন এবং মেদিনীপুর গ্রামের ১ জন মোট ৯ জন নিরীহ মানুষ প্রাণ হারান। হরিহরনগর গ্রামের নিহতরা হলেন- সাদ আলী বিশ্বাস (পিতা সোবহান বিশ্বাস), সামসুল (পিতা আনিস উদ্দীন), বিল্লাল (পিতা পাগলা শাহ), দুখু মণ্ডল (পিতা মহরম মণ্ডল), আজ্জেল মণ্ডল (পিতা রহিম মণ্ডল), বোদ আলী (পিতা হাজের আলী), আউয়ুব আলী (পিতা হাজের আলী) ও মল্লিক মণ্ডল (পিতা রহমান মণ্ডল)। মেদিনীপুর গ্রামের হাবিল এখানে প্রাণ হারান। হরিহরনগর গ্রামের খাঁ পাড়ার ৪০টি বাড়ি হানাদারদের দেয়া আগুনে পুড়ে ভস্মীভূত হয়। [কোরবান আলী মণ্ডল ও আব্দুর রহমান ধূনা]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড