You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | হলদিয়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

হলদিয়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)

হলদিয়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১০ই ডিসেম্বর। এর আগে দুই দফায় মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমিরহাটে অবস্থিত রাজাকারদের ক্যাম্পে অপারেশন পরিচালনা করেন। তাতে তিনজন রাজাকার নিহত হয়। ১০ই ডিসেম্বর কামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তৃতীয়বার অপারেশন চালানোর সময় পাকবাহিনীর গুলিতে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এদিনই দুপুরের পরে পাকসেনারা পার্শ্ববর্তী হলদিয়া গ্রামে প্রবেশ করে গণহত্যা চালায়। এতে ১২ জন গ্রামবাসী শহীদ হন। তাঁরা হলেন- আব্দুস সত্তার শিকদার (পিতা সিদ্দিক আহমেদ শিকদার), আব্দুস সামাদ শিকদার (পিতা হাফিজুর রহমান শিকদার), বজল আমিন শিকদার (পিতা আব্দুর রহমান শিকদার), মোহাম্মদ ইউসুফ (পিতা আব্দুস সত্তার), আব্দুল মালেক (পিতা দুলা মিয়া), নুরুল ইসলাম (পিতা গুন্নু মিয়া), আলী আহমদ (পিতা নূর আলী), আরিফুর রহমান ফকির (পিতা কোরবান আলী), আব্দুল নবী (পিতা আব্দুর রহমান), তোফায়েল আহমদ (পিতা খলিলুর রহমান, পূর্ব ধর্মপুর), বজলুর রহমান (পিতা হামিদ আলী, আব্দুল্লাহপুর) এবং আবুল হাশেম (পিতা আব্দুর রব, নোয়াখালী)। [আহমেদ আমিন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড